E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

২০২৫ মে ২৫ ১৪:২২:৩৯
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭৯ জন ফিলিস্তিনির মরদেহ গাজার বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উত্তরের অধিকাংশ হাসপাতাল এখন কার্যত অচল ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে নিহতদের সঠিক হিসাব পাওয়া সম্ভব হয়নি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এক হৃদয়বিদারক ঘটনার বিবরণে জানা গেছে, দক্ষিণ গাজার খান ইউনুস শহরে শুক্রবারের এক বিমান হামলায় ডা. আলা নাজ্জার-এর ঘরে আগুন ধরে যায়। হামলার সময় তিনি নিজ হাসপাতাল নাসের হাসপাতালে কর্তব্যরত ছিলেন। খবর পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে দেখতে পান, তাদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

নাসের হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আহমাদ আল-ফাররা জানিয়েছেন, ডা. নাজ্জারের স্বামী গুরুতর আহত হয়েছেন এবং তাদের একমাত্র জীবিত সন্তান, মাত্র ১১ বছর বয়সী পুত্র, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ওই হামলায় তাদের ১০ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হন।

হামাস এই হামলাকে একটি "জঘন্য অপরাধ" হিসেবে নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক মানুষ ও চিকিৎসকদের পরিবারকে টার্গেট করে ইসরায়েল স্পষ্টত মানবতাবিরোধী অপরাধ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৫৩,৯০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,২২,৫৯৩ জন আহত। তবে গাজার সরকারি গণমাধ্যম অফিস বলছে, এই সংখ্যা আরও বেশি—৬১,৭০০ জনেরও বেশি মারা গেছেন, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেককেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

(ওএস/এএস/মে ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test