E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনার দাম নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

২০২৫ জুন ১৮ ১৮:২৯:২২
সোনার দাম নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে সোনার দামে বড় ধরনের পতন হতে পারে। পাশাপাশি দামে আগের অবস্থায় ফিরে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক সিটি। প্রতিষ্ঠানটি বলছে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকেই বিশ্ববাজারে সোনার দাম কমার প্রবণতা দেখা দিতে পারে, যা ২০২৬ সালের মধ্যেই আরও জোরালো হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো দুবাইয়ে ২২ ক্যারেট সোনার দাম ৩০০ দিরহাম অতিক্রম করে। এরপর এক পর্যায়ে তা বেড়ে দাঁড়ায় প্রতি গ্রাম ৩৮৩ দিরহামে। বর্তমানে বাজারমূল্য ৩৭৮.৫ দিরহাম, আর ২৪ ক্যারেটের দাম ৪০৮.৭৫ দিরহাম।

সিটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ডলারের মধ্যে নেমে আসতে পারে প্রতি আউন্সে। এর পেছনে যুক্তি হিসেবে তারা দেখিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে।

সিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৫ ও ২০২৬ সালে সোনায় বিনিয়োগ প্রবণতা কমে যাবে। কারণ মার্কিন নির্বাচন ও অর্থনৈতিক গতি পুনরুদ্ধারের আশা বাজারে নতুন বার্তা দেবে।

তবে দুবাইয়ের সোনার ব্যবসায়ীরা এই পূর্বাভাসে একমত নন। কানজ জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধানক বলেন, আমার বিশ্বাস ২০২৫ সালের শেষ নাগাদ সোনার দাম ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত যেতে পারে। বাজারে যে অস্থিরতা ও অনিশ্চয়তা রয়েছে, তা সোনারকে আরও মূল্যবান করে তুলবে।

বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন, অনেক ক্রেতা এখন সোনার ডিজিটাল বিকল্প যেমন গোল্ড অ্যাকাউন্ট, ইটিএফ বা সোনায় বিনিয়োগভিত্তিক অ্যাপের দিকে ঝুঁকছেন। কারণ বর্তমান দাম অনেকের জন্য ভারী হয়ে যাচ্ছে।

সোনা বিক্রেতারা বলছেন, যদি দাম ৩০০ দিরহামের নিচে নেমে আসে, তাহলে বাজারে আবারও বড় ধরনের ক্রয়চাপ তৈরি হতে পারে।

একজন বিক্রেতা বলেন, সোনার দাম কমা মানেই সাধারণ মানুষের আবারও বিনিয়োগের সুযোগ, উপহার কেনার সুযোগ।

(ওএস/এসপি/জুন ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test