E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাস্কের দল গঠনের চিন্তা ‘হাস্যকর’, বললেন ট্রাম্প 

২০২৫ জুলাই ০৭ ১৪:১০:৩০
মাস্কের দল গঠনের চিন্তা ‘হাস্যকর’, বললেন ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের তীব্র সমালোচনা করেছেন। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে তিনি ‘হাস্যকর’ বলে বিদ্রুপ করেছেন।
খবর বিবিসির।

রবিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় কোনো দল গঠনের চিন্তা একেবারেই হাস্যকর। আমেরিকায় সবসময়ই দুই-দলের রাজনীতি চলে এসেছে। তৃতীয় দল কেবল বিভ্রান্তি বাড়াবে। ’

গত কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দেওয়ার পর রোববার মাস্ক ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন। তিনি বলেন, রিপাবলিকান এবং ডেমোক্রেটদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানাতেই তার এই উদ্যোগ।

টেসলার প্রধান নির্বাহী মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমানোর উদ্দেশ্যে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডজ) নেতৃত্বে ছিলেন।

মাস্ক বারবারই সরকারি ব্যয়ের সমালোচনা করেছেন। বিশেষ করে যেসব নীতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বাড়ে সেগুলোর কড়া সমালোচনা করেছেন তিনি।

রোববার মাস্ক বলেন, তার দল হয়তো ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে কাউকে সমর্থন করবে, তবে আগামী ১২ মাসে মূল লক্ষ্য হবে প্রতিনিধি পরিষদ ও সিনেটে প্রভাব বিস্তার করা।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মেও মাস্কের সমালোচনা করেন। তিনি লেখেন, আমার দুঃখ হচ্ছে যে ইলন মাস্ক পুরোপুরি ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন’।

ট্রাম্পের এই পোস্টে মাস্কের ‘ইলেকট্রিক ভেহিকল (ইভি) ম্যান্ডেট’ প্রচেষ্টারও সমালোচনা করা হয়। ট্রাম্প বলেন, মাস্কের প্রস্তাব অনুযায়ী, খুব স্বল্প সময়ের মধ্যে সবার ইলেকট্রিক গাড়ি কিনে নেওয়া বাধ্যতামূলক হয়ে যেত।

ট্রাম্পের সই করা নতুন কর ও ব্যয় পরিকল্পনায় ইলেকট্রিক গাড়ির কর সুবিধা বাতিল করা হয়েছে।

মাস্ক এই নতুন রাজনৈতিক দল গঠনের ভাবনা প্রথম প্রকাশ্যে আনেন ট্রাম্পের সঙ্গে তার চলমান দ্বন্দ্বের সময়, যখন তিনি ট্রাম্পের ব্যয় পরিকল্পনার ধারাবাহিক সমালোচনা করছিলেন।

(ওএস/এএস/জুলাই ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test