E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জঙ্গি গোষ্ঠীর সদস্য সন্দেহে তুরস্কে ১৫৩ জন গ্রেপ্তার 

২০২৫ জুলাই ১৮ ১৯:২০:৪৭
জঙ্গি গোষ্ঠীর সদস্য সন্দেহে তুরস্কে ১৫৩ জন গ্রেপ্তার 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই সপ্তাহে দেশটির ২৮টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া। খবর মেহের নিউজের। 

বিবৃতি অনুযায়ী, তুরস্কের ইজমির ও মুগলা (পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল), হাতায় ও মারদিন (দক্ষিণ-পূর্ব অঞ্চল) এবং সামসুনসহ (উত্তরাঞ্চল, কৃষ্ণ সাগর উপকূল) বিভিন্ন এলাকায় এ সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয় গত দুই সপ্তাহ ধরে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, অভিযুক্তরা সবাই আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর অর্থায়নের সঙ্গে যুক্ত ছিলেন।

আলী ইয়ারলিকায়া আরও বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে।

প্রসঙ্গত, তুরস্কের সঙ্গে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে সিরিয়ার। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন সরকারপন্থি বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করে আইএস। এরপর থেকেই তুরস্কে আইএস বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test