E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোবাইলে অর্থ লেনদেনে বাংলাদেশের বড় অগ্রগতি

২০২৫ জুলাই ২৫ ১৩:৫০:০০
মোবাইলে অর্থ লেনদেনে বাংলাদেশের বড় অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালে বিশ্বব্যাপী দৈনিক মোবাইল মানি (অর্থ) লেনদেনের প্রায় ৮.৬১ শতাংশ পরিচালনা করেছে বাংলাদেশ, যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় প্রবেশের বড় অগ্রগতির ইঙ্গিত।

এই তথ্য উঠে এসেছে লন্ডনভিত্তিক জিএসএমএ প্রকাশিত ‌‘দ্য স্টেট অব দ্য ইন্ডাস্ট্রি রিপোর্ট’ অন মোবাইল মানি ২০২৫ শীর্ষক প্রতিবেদনে।

২০২৪ সালে দেশে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিদিন গড়ে ৪ হাজার ৮৩৩ কোটি টাকা (প্রায় ৩৯৬.১৭ মিলিয়ন মার্কিন ডলার) লেনদেন হয়েছে।

বিশ্বজুড়ে দৈনিক মোবাইল মানি লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার, যা সম্পন্ন হয়েছে ২.১ বিলিয়ন মোবাইল মানি অ্যাকাউন্টের মাধ্যমে।

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, বাংলাদেশে মোবাইল মানি অ্যাকাউন্টের সংখ্যা ছিল ২৩৮.৬৮ মিলিয়ন, যা বিশ্বের মোট অ্যাকাউন্টের ১১.৩৬ শতাংশ।

জিএসএমএ-র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এমএফএস খাতে দৃঢ় অগ্রগতি দেখিয়েছে, যদিও দেশের প্রায় ৫৭ শতাংশ মানুষ এখনও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে।

ডিজিটাল ঋণসেবা ব্যবহারকারী গ্রাহকের হার ২০২৩ সালের ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।

২০২১ সালে শুরু হওয়া বিকাশের ডিজিটাল লোন সার্ভিস থেকে প্রায় ১০ লাখ গ্রাহক ৫৫ লাখের বেশি ঋণ নিয়েছেন, যার মোট পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা।

সঞ্চয় হিসাবে ফান্ড ট্রান্সফার ব্যবহারকারীর হারও ৭ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশে পৌঁছেছে।

২০২৪ সালের শেষ নাগাদ, বিকাশ অ্যাপের মাধ্যমে ৩২ লাখের বেশি ডেইলি পেমেন্ট সেভিংস (ডিপিএস) অ্যাকাউন্ট খোলা হয়েছে।

ইন্স্যুরেন্স পেমেন্ট ব্যবহারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে – ২০২৩ সালে যেখানে ৪ শতাংশ গ্রাহক এটি ব্যবহার করতেন, ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ১০ শতাংশ।

(ওএস/এএস/জুলাই ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test