E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গাজায় যুদ্ধবিরতি চুক্তি যেকোনো দিন’

২০২৫ জুলাই ২৭ ১৩:১৬:০১
‘গাজায় যুদ্ধবিরতি চুক্তি যেকোনো দিন’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কয়েক সপ্তাহ ধরে দিনরাত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কাজ করে যাচ্ছেন।

রুবিও বলেন, তারা অনেক অগ্রগতি অর্জন করেছেন এবং এখন চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন।

তিনি আরও বলেন, আমরা আশা করছি যে যেকোনো দিন একটি যুদ্ধবিরতির চুক্তি হবে, যার আওতায় কমপক্ষে অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়া হবে, এবং ৬০ দিনের ওই চুক্তির মেয়াদ শেষে বাকি জিম্মিদেরও মুক্তি দেওয়া হবে।

গাজায় এখনও যারা জিম্মি রয়েছেন, তাদের প্রসঙ্গে রুবিও বলেন ভালো খবর হলো, এখন আর কোনো মার্কিন নাগরিক গাজায় নেই। তবে আমরা সব জিম্মির বিষয়ে সমানভাবে উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, গাজায় যা হচ্ছে, তার একটি খুব সহজ সমাধান রয়েছে—সব জিম্মিকে মুক্তি দিন, অস্ত্র ফেলে দিন, তাহলেই হামাসের জন্য যুদ্ধ শেষ হয়ে যাবে।

কদিন আগেই দূত স্টিভ উইটকফ বলেছিলেন, হোয়াইট হাউস যুদ্ধবিরতি আলোচনায় তাদের সক্রিয় ভূমিকা কমিয়ে আনছে, কারণ হামাসের মধ্যে চুক্তিতে পৌঁছানোর সদিচ্ছার অভাব দেখা গেছে।

(ওএস/এএস/জুলাই ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test