E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল

২০২৫ জুলাই ৩০ ১৪:০৫:১৮
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবরে আগ্রাসন শুরু করে ইসরায়েল। সেই থেকে এ পর্যন্ত ৬০ হাজার ৩৪ ফিলিস্তিনির প্রাণ গেছে।

গাজার হামাসশাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৪৫ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় ১১৩ জন নিহত ও ৬৩৭ জন আহত হওয়ার পর নতুন এই তথ্য জানানো হলো। খবর বিবিসির।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় এখনও অনেক হতাহত আটকে আছেন, যাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

জাতিসংঘ-সমর্থিত একটি পর্যবেক্ষক সংস্থা আজ (মঙ্গলবার) সকালে সতর্কবার্তা জারি করে জানিয়েছে, গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বাস্তব হয়ে উঠছে।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশনের (আইপিসি) ওই সতর্কবার্তায় বলা হয়েছে, গাজা উপত্যকার বেশিরভাগ অঞ্চলে খাদ্য মানদণ্ডে এবং গাজা সিটিতে তীব্র অপুষ্টির মানদণ্ডে এরইমধ্যে দুর্ভিক্ষের মাত্রা অতিক্রম করেছে।

এদিকে অবরুদ্ধ গাজা থেকে বিবিসির সংবাদদাতারা বলেন, আমরা বারবার শুনি যে ত্রাণ ঢুকছে, কিন্তু বাস্তবে কিছুই চোখে পড়ে না।

কেউ কেউ অভিযোগ করেছেন, সশস্ত্র দলগুলো ত্রাণবাহী ট্রাক লুট করে এবং উচ্চ দামে কালোবাজারে বিক্রি করছে।

অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা যে আমরা ত্রাণ আটকে দিচ্ছি।

(ওএস/এএস/জুলাই ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test