E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমার স্ত্রী পুতিনকে পছন্দ করেন’

২০২৫ জুলাই ৩১ ২০:১৮:৫৫
‘আমার স্ত্রী পুতিনকে পছন্দ করেন’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩০ জুলাই) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, মেলানিয়া পুতিনকে পছন্দ করেন। যতবার (পুতিনের সঙ্গে) আমাদের সাক্ষাৎ হয়েছে, পুতিনের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন তিনি।

তবে সম্প্রতি পুতিনের সঙ্গে তার ফোনালাপের পর মেলানিয়া বলেছিলেন, দুঃখের বিষয়, তারা আবারও কিয়েভে বোমা ফেলেছে।

চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে শান্তিচুক্তির জন্য আগের ৫০ দিনের সময়সীমা কমিয়ে ১০ দিনে নিয়ে এসেছেন। তিনি হুমকি দিয়েছেন, এই সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে রুশ কর্মকর্তারা ট্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, আলোচনায় বসতে হলে সংঘাতের মূল কারণগুলো নিয়ে কথা বলতে হবে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মেলানিয়া ট্রাম্পের ভূমিকা হয়তো অনেকেই উপেক্ষা করছেন। তার শৈশব কেটেছে সোভিয়েত যুগের স্লোভেনিয়ায়—যা বর্তমানে কিয়েভের ঘনিষ্ঠ মিত্র। এই পটভূমিই ইউক্রেন সংঘাত বন্ধে তার গভীর আগ্রহের কারণ হতে পারে।

মার্কিন কংগ্রেস সদস্য ডন বেকন এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের অবস্থান ইউক্রেন নিয়ে স্পষ্টভাবেই পরিবর্তিত হয়েছে।

তিনি আরও যোগ করেন, আমি অবাক হবো না যদি মেলানিয়া এই পরিবর্তনে নিঃশব্দে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন।

(ওএস/এসপি/জুলাই ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test