‘কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিসূচক যৌন সম্পর্ক অপরাধ নয়’

আন্তর্জাতিক ডেস্ক : কিশোর-কিশোরীদের (১৬-১৮ বছর বয়সী) মধ্যে সম্মতিসূচক যৌন সম্পর্ক কি অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত? এই প্রশ্ন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ভারতজুড়ে। বিশেষ করে বিখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং ভারতের সর্বোচ্চ আদালতে দেশটির বর্তমান আইনকে চ্যালেঞ্জ করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোনা চলছে।
বর্তমান ভারতীয় আইনে যৌন সম্পর্কের জন্য বয়সসীমা ১৮ বছর। তবে জুলাইয়ের শেষ দিকে সুপ্রিম কোর্টে করা একটি আবেদনে জয়সিং যুক্তি দেন, ১৬ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে সম্মতিসূচক যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা অনুচিত, কারণ এটি নির্যাতন নয় বরং বয়স অনুযায়ী স্বাভাবিক ঘনিষ্ঠতা।
তিনি আদালতে লিখিত দাখিলে বলেন, বয়সভিত্তিক আইনগুলোর উদ্দেশ্য হলো শিশুদের সুরক্ষা দেওয়া, কিন্তু তা যেন তাদের সম্মতিসূচক সম্পর্ককে অপরাধ হিসেবে চিহ্নিত না করে।
কিন্তু কেন্দ্রীয় সরকার তার এই যুক্তির বিরোধিতা করেছে। সরকারের বক্তব্য, এই বয়সসীমার মধ্যে সম্মতিসূচক সম্পর্ককে ছাড় দেওয়ার ফলে শিশুদের (১৮ বছরের কম বয়সীদের) নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং তা শিশু পাচার ও বাল্যবিয়ের মতো অপরাধের প্রবণতা বাড়াতে পারে।
এই মামলাটি পকসো আইন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেক শিশু অধিকারকর্মী বলছেন, ১৬ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে সম্মতিসূচক যৌন সম্পর্ককে অপরাধের আওতার বাইরে রাখলে কিশোরদের ব্যক্তিস্বাধীনতা রক্ষা পাবে। তবে অন্যদিকে, সমালোচকরা সতর্ক করছেন- এই ছাড় শিশু পাচার ও বাল্যবিয়ের মতো অপরাধকে উসকে দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই বয়সের কিশোরদের হয়তো এখনো আত্মরক্ষার মতো আইনি প্রস্তুতি বা উপলব্ধি নেই। আর প্রশ্ন উঠছে- যৌন সম্মতির বয়স ঠিক করবে কে? এবং সেই আইন আসলে কাদের স্বার্থ রক্ষা করছে?
বেশিরভাগ ইউরোপীয় দেশ এবং যুক্তরাজ্য ও কানাডায় যৌন সম্মতির বয়স ১৬ বছর হলেও ভারতে তা ১৮ বছর। ভারতের ফৌজদারি বিধি ১৮৬০ সালে যখন প্রণয়ন করা হয়, তখন যৌন সম্মতির বয়স ছিল মাত্র ১০ বছর। পরে ১৯৪০ সালে তা বাড়িয়ে ১৬ করা হয়।
২০১২ সালে পকসো আইন কার্যকর হলে সম্মতির বয়স বেড়ে দাঁড়ায় ১৮ বছর। ২০১৩ সালে ফৌজদারি আইন সংশোধন করে সেই বয়সসীমা অনুসরণ করা হয় এবং ২০২৪ সালে প্রণীত নতুন ফৌজদারি বিধিতেও এই বয়সসীমাই বহাল রাখা হয়েছে।
তবে গত এক দশকে অনেক শিশু অধিকারকর্মী ও কিছু আদালত এই বয়সসীমা নিয়ে সমালোচনা করেছেন। তারা বলছেন, এই আইন কিশোর-কিশোরীদের স্বাভাবিক সম্পর্ককে অপরাধ বানিয়ে ফেলে ও অনেক সময় অভিভাবকেরা তাদের মেয়েদের ‘সম্পর্ক’ বন্ধ করতে এই আইনের অপব্যবহার করেন।
ভারতের মতো দেশে যেখানে এখনো যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা নিষিদ্ধের মতো, সেখানে বহু টিনএজার যে যৌন সম্পর্কে জড়ায়, তা বিভিন্ন গবেষণায় প্রমাণিত।
শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘মুস্কান’র সহ-প্রতিষ্ঠাতা শর্মিলা রাজে বলেন, আমাদের সমাজে জাত, শ্রেণি ও ধর্মভিত্তিক বিভাজন রয়েছে, যেটি এই সম্মতির আইনকে আরও বেশি অপব্যবহারের দিকে ঠেলে দেয়।
২০২২ সালে কর্ণাটক হাই কোর্ট পকসো আইনের অধীনে যৌন সম্মতির বয়স পুনর্বিবেচনার জন্য ভারতের আইন কমিশনকে নির্দেশ দেয়। আদালত কয়েকটি মামলার উল্লেখ করে বলেছিল, যেখানে ১৬ বছরের বেশি বয়সী মেয়েরা প্রেম করে পালিয়ে যায়, পরে তাদের প্রেমিকদের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করা হয়।
পরের বছর আইন কমিশন জানায়, তারা সম্মতির বয়স কমানোর পক্ষে নয়, তবে ১৬ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে ‘নীরব সম্মতি’ থাকলে সাজা দেওয়ার ক্ষেত্রে বিচারকের স্বাধীনতা রাখা যেতে পারে।
যদিও এখনো এই পরামর্শ আইনে রূপ নেয়নি, দেশেটির বিভিন্ন আদালত এরই মধ্যে এই প্রস্তাব ব্যবহার করে জামিন মঞ্জুর, মামলা খারিজ এমনকি রায় বদলে দিচ্ছেন।
তবে শর্মিলা রাজেসহ অনেক শিশু অধিকারকর্মীর মতে, এই প্রস্তাবকে আইনে পরিণত করা জরুরি, না হলে অনেক বিচারক এটিকে উপেক্ষা করতে পারেন।
চলতি বছরের এপ্রিল মাসে মাদ্রাজ হাইকোর্ট এক মামলায় ১৭ বছর বয়সী একটি মেয়ের সঙ্গে প্রেম করে পালিয়ে যাওয়া ২৩ বছর বয়সী এক যুবককে ১০ বছরের জেল দেন। আদালত এখানে পকসো আইনের কড়াকড়িভাবে ব্যাখ্যা করে তাকে দোষী সাব্যস্ত করে। এই রায়কে ‘বিচারের মারাত্মক ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন এনফোল্ড প্রোঅ্যাকটিভ হেলথ ট্রাস্টের গবেষক শ্রুতি রামকৃষ্ণন।
ইন্দিরা জয়সিং মনে করেন, শুধু বিচারকের বিবেচনা যথেষ্ট নয়, কারণ- অভিযুক্তকে পুলিশের জেরা, আদালতের দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সামাজিক লজ্জার মুখোমুখি হতে হয়। ভারতের বিচারব্যবস্থা এতটাই ধীর যে বহু মানুষ এই প্রক্রিয়ার মধ্যেই শাস্তি পেয়ে যান।
তিনি আরও বলেন, প্রতিটি মামলা বিচারকের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া সেরা সমাধান নয়। কারণ, এতে ফলাফল অসম হতে পারে এবং পক্ষপাতিত্বের আশঙ্কাও থেকে যায়।
তাই জয়সিং সুপ্রিম কোর্টকে পকসো এবং সংশ্লিষ্ট আইনে ১৬-১৮ বছর বয়সীদের মধ্যে পারস্পরিক সম্মতিসূচক সম্পর্কের জন্য ‘নিকটবর্তী বয়সের জন্য ব্যতিক্রম বিধান’ যোগ করার আহ্বান জানিয়েছেন। এই ব্যতিক্রম থাকলে সমবয়সী কিশোর-কিশোরীদের সম্পর্ককে আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না।
তবে আইনজীবী ও শিশু অধিকারকর্মী ভবন রিভু এই ধরনের সাধারণ ছাড় দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, এটি অপহরণ, পাচার ও বাল্যবিয়ের মতো অপরাধে অপব্যবহৃত হতে পারে। তিনি এর বদলে বিচার ব্যবস্থা সংস্কার ও দ্রুত বিচার প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছেন।
রিভু বলেন, আমাদের এমন একটি ব্যবস্থার দরকার, যেখানে দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি হবে এবং ভুক্তভোগীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
তবে শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থা হকের সহ-প্রতিষ্ঠাতা এনাক্ষী গাঙ্গুলী ইন্দিরা জয়সিংয়ের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, আইনের অপব্যবহারের ভয়ে প্রয়োজনীয় পরিবর্তন থেকে পেছাতে পারি না।
গাঙ্গুলী মনে করেন, ইন্দিরা জয়সিংয়ের যুক্তি নতুন নয়। এর আগেও বহু কর্মী ও বিশেষজ্ঞ একই পরামর্শ দিয়েছেন। তার ভাষায়, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আইনকেও বদলাতে হবে। তা না হলে আইন অকার্যকর হয়ে পড়বে।
তথ্যসূত্র : বিবিসি
(ওএস/এএস/আগস্ট ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- দিলরুবা কামালের ‘পরদেশী মেঘ’
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- আওয়ামী লীগের প্রবাসী সরকার গঠনের চিন্তা: রাজনৈতিক আত্মঘাত ছাড়া আর কিছু নয়
- চিৎমরমে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
- জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন
- জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট
- চতুর্থ প্রজন্মের পরমাণু বিদ্যুৎ ইউনিটের সরঞ্জাম তৈরিতে রসাটমের সাফল্য
- এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
- প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড
- ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা
- প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান
- ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রবিবার
- সালথায় ছাত্রলীগ নেতা শাহীন গ্রেপ্তার
- টানা উত্থানে বাজার মূলধন বাড়লো ৬৫ হাজার কোটি টাকা
- `তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরো সতর্ক হতে হবে'
- বাইপাস সার্জারির জন্য হাসপাতালে জামায়াত আমির
- ‘বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছি’
- ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করলো স্লোভেনিয়া
- ‘কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিসূচক যৌন সম্পর্ক অপরাধ নয়’
- ‘৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র’
- ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
- আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- 'ইয়াহিয়া বলছেন মুজিবকে মরতেই হবে'
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ‘ভয়াল দিনগুলো স্মরণ করিয়ে দেবে জুলাইয়ের গ্রাফিতি’
- পারিবো না
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে
- মহুয়া বনে
- সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ
- খুলনা রেলস্টেশনে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর
- রামগঞ্জে ইমতিয়াজ ও রায়পুরে অধ্যক্ষ মামুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- শায়েস্তাগঞ্জে চেয়ারম্যান পদে মুখোমুখি দুই সাংবাদিক
- ‘গাছ থেকে অপরিপক্ক আম পারলে জরিমানা করা হবে’
- চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
- বেলকুচিতে থানায় ঢুকে প্রার্থীর ওপর হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইসির
- বিজনেস সামিটের পর্দা নামছে আজ
- ভোলায় ইঞ্জিনিয়ার নোমানের নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ জনসমুদ্রে পরিণত
- লক্ষ্মীপুরে সালাউদ্দিন টিপুর হ্যাটট্রিক জয়
- বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থী হলেন এমপির কোম্পানির কর্মকর্তা, প্রভাব বিস্তারের অভিযোগ
০২ আগস্ট ২০২৫
- ‘বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছি’
- ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করলো স্লোভেনিয়া
- ‘কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিসূচক যৌন সম্পর্ক অপরাধ নয়’