E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৮ মামলায় ইমরান খানের জামিন

২০২৫ আগস্ট ২১ ১৯:১১:৫৯
৮ মামলায় ইমরান খানের জামিন

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী এবং মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ আজ আবেদনগুলোর শুনানি পুনরায় শুরু করেন।

পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি রাষ্ট্রপক্ষে এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালমান সফদার।

পিটিআই তাদের এক্স পোস্টে ইমরান খানের জন্য বিজয় হ্যাশট্যাগ ব্যবহার করে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে, লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত দাঙ্গার সাথে সম্পর্কিত মামলায় ইমরানের জামিন প্রত্যাখ্যান করেন।

কারাবন্দি পিটিআই নেতার সেই আবেদন ২৪ জুন লাহোর হাইকোর্ট (এলএইচসি) প্রত্যাখ্যান করে। পরবর্তীতে কয়েকদিন পরে, ইমরান সুপ্রিম কোর্টে আবারও আবেদন করেন।

ইমরান খান গত দুই বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি দুর্নীতি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। সূত্র: ডন।

(ওএস/এসপি/আগস্ট ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test