E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পুতিন-জেলেনস্কির বৈঠকের কোনো পরিকল্পনা নেই’

২০২৫ আগস্ট ২৩ ১৩:০৮:১০
‘পুতিন-জেলেনস্কির বৈঠকের কোনো পরিকল্পনা নেই’

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, সেটি ভিত্তিহীন বলে জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে জানিয়েছেন, দুই নেতার মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

শুক্রবার (২২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের কোনো পরিকল্পনা হয়নি। যদি এমন কিছু করতে হয়, আগে বৈঠকের এজেন্ডা ঠিক করতে হবে। এখন পর্যন্ত এমন কিছুই হয়নি।

তিনি আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক আয়োজনের জন্য যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন, তা হয়নি। ওয়াশিংটন ও কিয়েভকে ন্যাটো সদস্যপদ, ভূখণ্ড বিনিময়সহ গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে আগে সমঝোতায় আসতে হবে। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিটি ইস্যুতেই নেতিবাচক অবস্থানে রয়েছেন।

এএফপির খবরে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না। তবে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের তিন দিন পর, ১৮ আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দেন, শিগগিরই তার প্রশাসনের মধ্যস্থতায় পুতিন-জেলেনস্কির বৈঠক হতে যাচ্ছে। এমনকি তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রই সেই বৈঠকের আয়োজক হবে।

তবে রাশিয়ার দিক থেকে এমন সম্ভাবনা নাকচ করে দেওয়া হলো। এর আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তিনি মন্তব্য করেছিলেন, বৈঠকটি ছিল মূলত রাশিয়াকে চাপে ফেলার একটি ‘আনাড়ি চেষ্টা’।

(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test