E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আফগানিস্তানে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৬২২ 

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৩:২৭:৩২
আফগানিস্তানে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৬২২ 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৬২২ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। সোমবার দেশটির তালেবান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতে (ইটি রোববার বিকেল ৩ টা ৩০ মিনিটে) পাকিস্তান সীমান্তের কাছে পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ থেকে ১৭ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, যেহেতু ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হেনেছে, তাই মানুষের ক্ষয়ক্ষতি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগবে। আমরা একটি বিশাল উদ্ধার অভিযান শুরু করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সাহায্য করার জন্য শত শত লোককে একত্র করেছি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি বলেছেন, জালালাবাদ এবং কুনারসহ পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে ৬২২ জনের মৃত্যু এবং ১,৩০০ জনেরও বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, একহাজার আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএসজিএস অনুসারে, প্রথম ভূমিকম্পের পর থেকে, সোমবার পর্যন্ত ৪.৫ মাত্রা থেকে ৫.২ মাত্রার অন্তত পাঁচটি ভূমিকম্প এ অঞ্চলে আঘাত হেনেছে।

২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ১ হাজার মানুষ নিহত এবং হাজার হাজার আহত হন।

তথ্যসূত্র : এনবিসি নিউজ

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test