E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রসাটমের ২৫০তম পরমাণু চুল্লীর সংযোজন শুরু

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৭:৫০:৪২
রসাটমের ২৫০তম পরমাণু চুল্লীর সংযোজন শুরু

বিশেষ প্রতিনিধি : রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম তাদের ইতিহাসে ২৫০তম পরমাণু চুল্লীর নির্মান শুরু করেছে। তুরষ্কের আকুইয়ু বিদ্যুৎ প্রকল্পের চতুর্থ ইউনিটের জন্য ভিভিইআর রিয়্যাক্টরের চুল্লী পাত্রটির কনট্রোল সংযোজন করছে রসাটমের যন্ত্রপ্রকৌশল বিভাগ এটমাস প্ল্যান্ট। চলতি বছর রুশ পরমাণু শিল্পের ৮০তম বার্ষিকী উদযাপনের ক্ষেত্রে এই মাইলফলক অর্জন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে রসাটমের মিডিয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রসাটম যন্ত্রপ্রকৌশল বিভাগের প্রধান ইগোর কতোভ এ প্রসঙ্গে বলেন, “রাশিয়াসহ সারাবিশ্বে শত শত পারমাণবিক প্রকল্পে আমাদের উৎপাদিত পন্য বিশেষ ভূমিকা পালন করেছে। পারমাণবিক আইসব্রেকার নির্মাণের ক্ষেত্রেও আমাদের প্রোডাক্টগুলোর গুরুত্ব অনেক। আমাদের সামনে আরো বেশকিছু উচ্চাকাঙ্খী প্রকল্প রয়েছে। যেমন, সেভের্স্কে বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের এনার্জী কমপ্লেক্স এবং রুশ এনার্জী বহরের জন্য ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিরিজ নির্মান”।

তুরস্কের আকুইয়ু নিউক্লিয়ারের প্রধান নির্বাহী সের্গেই বুচকিখ জানান, “রুশ পরমাণু শিল্প প্রতিষ্ঠানগুলো আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে নিজেদের প্রমান করেছে। উন্নত প্রযুক্তির প্রতি অঙ্গীকার এবং গভীর বিশেষজ্ঞ জ্ঞান তাদের উচ্চমান সম্পন্ন যন্ত্রপাতির অন্যতম ভিত্তি। সারাবিশ্বে কয়েক দশক ধরে রুশ প্রযুক্তি আস্থাযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে”

এটমাস প্ল্যান্টের প্রধান ম্যাক্সিম ঝিতকোভ জানান, “রিয়্যাক্টরের প্রতিটি ক্ষুদ্র অংশ যাতে সর্বোচ্চ সঠিক অবস্থানে স্থাপিত হতে পারে তা নিশ্চিত হয় রিয়্যাক্টর ভেসেলের কনট্রোল সংযোজনের মাধ্যমে। পরবর্তী ৬০ বছর যাতে চুল্লীটি পরিপূর্ণভাবে কাজ করতে পারবে কি না তাও যাচাই করে দেখা হয় এই কনট্রোল সংযোজনে”।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test