E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পারমাণবিক আইসব্রেকার রোশিয়া’র জন্য দ্বিতীয় RITM-400 রিয়্যাক্টর প্রস্তুত সম্পন্ন

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৯:৩৩:১৫
পারমাণবিক আইসব্রেকার রোশিয়া’র জন্য দ্বিতীয় RITM-400 রিয়্যাক্টর প্রস্তুত সম্পন্ন

বিশেষ প্রতিনিধি : রসাটমের যন্ত্রপ্রকৌশল বিভাগ রাশিয়ার সর্বোচ্চ শক্তিশালী পারমাণবিক আইসব্রেকার রোশিয়া’র জন্য দ্বিতীয় RITM-400 রিয়্যাক্টরের ট্রায়াল এসেম্বলী সম্পন্ন করেছে। সংস্থাটির জিওপাদলস্ক কারখানায় এটি প্রস্তুত করা হয়। শক্তিশালী এই আইসব্রেকারটি আর্কটিক অঞ্চলের সামগ্রিক উন্নয়ন এবং উত্তর সমূদ্রপথের পূর্বাঞ্চলে সারাবছরব্যাপী জাহাজ চলাচল চলমান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রসাটমের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

ট্রায়াল এসেম্বলী মূলত পারমাণবিক ভেসেলের হৃৎপিন্ড তৈরির চূড়ান্ত ধাপ। এই ধাপে সকল যন্ত্রাংশগুলো বিশদভাবে পরীক্ষা করে তাদের কার্যোপযোগিতা প্রমানিত হবার পর শীপইয়ার্ডে পাঠানো হয়।

রোশিয়া আইসব্রেকারে মোট দু’টি RITM-400 রিয়্যাক্টর থাকছে, যার প্রথমটির নির্মাণ কাজ চলতি বছরের মে মাসে সম্পন্ন হয়। অত্যন্ত শক্তিশালী এই রিয়্যাক্টর থাকার ফলে আইসব্রেকার চার মিটার পুরু বরফ কেটে অগ্রসর হতে সক্ষিম।

রিয়্যাক্টরের পুরো সেট তৈরিতে সময় লেগেছে তিন বছর। এসময়, শত শত পদ্ধতি অবলম্বন করা হয় এবং ৭টি উদ্ভাবনী ধারণার পেটেন্ট নিবন্ধন করা হয়।

রসাটমের যন্ত্রপ্রকৌশল শাখা নতুন প্রজন্মের সকল পরমাণু আইসব্রেকারের রিয়্যাক্টর সরবরাহ করছে। ইতোপূর্বে সংস্থাটি রাশিয়ার ২২২২০ প্রকল্পের অধীনে RITM-200 রিয়্যাক্টর নির্মান সম্পন্ন করে। বর্তমানে, আরো বেশি শক্তিশালী RITM-400 রিয়্যাক্টরের নির্মান কাজে নিয়োজিত রয়েছে।

RITM-400 মূলত RITM-200 রিয়্যাক্টরের একটি উন্নত ভার্সন, যার অন্যতম বৈশিষ্ট্য হলো- রিয়্যাক্টর ভেসেলের মধ্যেই বাষ্প জেনারেটর স্থাপন। এর ফলে রিয়্যাক্টরের ওজন এবং আকৃতি অনেকাংশেই হ্রাস করা সম্ভব হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test