E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ওমরাহ নিয়ে সুখবর জানালো সৌদি সরকার

২০২৫ অক্টোবর ০৬ ২০:৫৮:২৬
ওমরাহ নিয়ে সুখবর জানালো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ওমরাহ পালনে ভিসা সংক্রান্ত জটিলতার অবসান ঘটালো সৌদি আরব। দেশটি ঘোষণা দিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালন করতে পারবেন।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমরাহ পালনের প্রক্রিয়া আরো সহজ ও সুলভ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর আওতায় ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ ও উন্নত সেবা প্রদানের প্রচেষ্টার অংশ।

মন্ত্রণালয় বলেছে, এই সুবিধার আওতায় আসছে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসা। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ সৃষ্টি হলো।

হজ মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করার বিষয়টিও তুলে ধরে জানিয়েছে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি ওমরাহ পালনে প্যাকেজ বেছে নেওয়া, অনুমতি নেওয়া এবং অন্যান্য সেবা পাওয়া যাবে। সময়সূচিও ইচ্ছেমতো নির্ধারণ করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সুবিধাজনক এই পদক্ষেপ দুই পবিত্র মসজিদের খাদেম এবং যুবরাজের নির্দেশনায় নেওয়া হয়েছে, যাতে মুসলিমরা নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে উন্নত সেবা পেয়ে ওমরাহ পালন করতে পারেন।

তথ্যসূত্র : গালফ নিউজ

(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test