E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই

২০২৫ অক্টোবর ০৯ ১৮:০০:৪১
সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই

স্টাফ রিপোর্টার: সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর নোবেল পুরস্কার পেলেন বিখ্যাত হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। আজ বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে। 

অ্যাকাডেমি জানিয়েছে, লাসজলো ক্রাসনাহোরকাইকে এই পুরস্কার দেওয়া হলো ‌‌‍‌তার আকর্ষণীয় এবং দূরদর্শী রচনার জন্য, যা এপোক্যালিপটিক সন্ত্রাসের মাঝেও শিল্পের শক্তিকে পুনঃনিশ্চিত করে।

মধ্য ইউরোপীয় সাহিত্যের এই মহাকাব্যিক লেখককে সমালোচকেরা প্রায়শই দার্শনিক গভীরতা, দীর্ঘ, সম্মোহনকারী বাক্যশৈলী এবং মানব অস্তিত্বের অন্ধকার দিক তুলে ধরার জন্য ‘এপোক্যালিপসের মাস্টার’ বলে অভিহিত করেন। তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজও জিতেছিলেন।

সাহিত্যে নোবেলের জন্য মনোনীতদের নাম দীর্ঘ ৫০ বছর ধরে গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি, যার কারণে বিজয়ীর নাম নিয়ে তীব্র কৌতূহল ও জল্পনা তৈরি হয়। ১৯০১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সাহিত্যে ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং মোট ১২১ জন সাহিত্যিক এই সম্মানে ভূষিত হয়েছেন। বিজয়ীদের মধ্যে ১৮ জন নারী সাহিত্যিক রয়েছেন এবং এখন পর্যন্ত চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test