E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উজবেকিস্তানে স্বল্পক্ষমতার পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

২০২৫ অক্টোবর ১২ ১৭:৪৯:৪৯
উজবেকিস্তানে স্বল্পক্ষমতার পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : মধ্য এশীয় দেশ উজবেকিস্তানের ফারিশ ডিসট্রিক্টে স্বল্পক্ষমতা সম্পন্ন একটি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৫৫ মেগাওয়ারট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ ইউনিটটিতে স্থাপিত হবে রুশ মডেলের RITM—200 রিয়্যাক্টর। ২০২৬ সাল নাগাদ এই ইউনিটের প্রথম কংক্রীট ঢালাই শুরু করার পরিকল্পনা রয়েছে বলে রসাটমের মিডিয়া উইং আজ রবিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।  

ফারিশ ডিসট্রিক্টের বিদ্যুৎ প্রকল্পটি সারাবিশ্বে প্রথম একটি উদ্যোগ, যেখানে উচ্চক্ষমতা সম্পন্ন পারমানবিক বিদ্যুৎ ইউনিটের সঙ্গে একই সাইটে স্থাপিত হচ্ছে স্বল্পক্ষমতার বিদ্যুৎকেন্দ্র। সারাবিশ্বে পরমানু বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি অভূতপূর্ব সমন্বয়।

স্বল্পক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং উজবেকিস্তানের উজাটমের পরিচালক আজিম আখমেদ খাদজায়েভ।

রসাটমের মহাপরিচালক এ প্রসঙ্গে বলেন, “দেশের বাইরে স্বল্পক্ষমতা সম্পন্ন পরমানু বিদ্যুৎ ইউনিট নির্মানে অন্যান্য প্রকল্পের মতো এক্ষেত্রেও স্থানীয় সম্পদের অভিজ্ঞতার ব্যবহারকে অধিকতর গুরুত্ব দেয়া হবে। অনেক উজবেক প্রতিষ্ঠান এখানে সাবকন্ট্রাকটর হিসেবে নির্মানকাজে যুক্ত থাকবেন। ইউনিটের আয়ুষ্কাল কমপক্ষে ৬০ বছর, এবং এর নির্মান ছাড়াও পুরো সময় জুড়েই রসাটম এর পরিচালনায় ও রক্ষণাবেক্ষণে সার্বিক সহায়তা প্রদান করবে”।

বর্তমানে প্রকল্প সাইটে প্রকৌশল সার্ভে, নকশা প্রনয়ন এবং স্থাপনা বেইজের নির্মানের কাজে চলছে। চলতি বছরের শেষ নাগাদ নকশা সংক্রান্ত নথিপত্র উজবেক কর্তৃপক্ষের কাছে তাদের মতামতের জন্য হস্তান্তর করা হবে। প্রাথমিক পর্যায়ে ১৩ মিটার পর্যন্ত গভীরতায় খনন কাজের মাধ্যমে ১৫ লক্ষ ঘনফুট মাটি উত্তোলন করার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি মস্কোতে সমাপ্ত ‘ওয়ার্ল্ড এটমিক উইক ২০২৫’ চলাকালে ২৬ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং রাশিয়ার মধ্যে নতুন একটি পারমানবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তর অধীনে ফারিশ ডিসট্রিক্ট এ নির্মানাধীন পারমানবিক বিদ্যুৎ প্রকল্প সাইটে দু’টি উচ্চক্ষমতা সম্পন্ন পরমানু বিদ্যুৎ ইউনিট এবং দু’টি স্বল্প ক্ষমতার ইউনিট স্থাপন করা হবে। প্রথমগুলোতে ব্যবহৃত হবে ৩+ প্রজন্মের ভিভিইআর-১০০০ এবং দ্বিতীয়গুলোতে RITM-200 রিয়্যাক্টর। উভয় পক্ষ উভয় ধরনের রিয়্যাক্টরের জন্য প্রয়োজনীয় পারমানবিক জ্বালানী সরবরাহ সংক্রান্ত চুক্তির মূল বিষয়গুলোও অনুমোদন করেছে।

(এসকেকে/এসপি/অক্টোবর ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test