E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বলিভিয়ায় ২০ বছরের বামপন্থি শাসনের অবসান, নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

২০২৫ অক্টোবর ২০ ১৩:২৪:১৮
বলিভিয়ায় ২০ বছরের বামপন্থি শাসনের অবসান, নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ার জনগণ মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) রদ্রিগো পাজকে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। যার ফলে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের প্রায় ২০ বছরের শাসনের অবসান ঘটেছে।

দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) অনুসারে, ৯৭ শতাংশ ভোট গণনার পর, রোববারের দ্বিতীয় দফা নির্বাচনে পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন, যা ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ "টুটো" কুইরোগারের চেয়ে ৪৫.৪ শতাংশ ভোটে অনেক এগিয়ে।

নতুন প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগো পাজ আগামী ৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন।

রোববার ভোট প্রায় আট মিলিয়ন যোগ্য ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের ভোটদান বাধ্যতামূলক।

৫৮ বছর বয়সী সিনেটরের জয় দক্ষিণ আমেরিকার দেশটির জন্য একটি ঐতিহাসিক পরিবর্তনের চিহ্ন। ২০০৬ সাল থেকে প্রায় ধারাবাহিকভাবে বলিভিয়ার সমাজতন্ত্রের আন্দোলন বা এমএএস দ্বারা শাসিত এই দলটি একসময় দেশটির সংখ্যাগরিষ্ঠ আদিবাসীদের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছিল।

পাজ তার বাবা, সাবেক বামপন্থি প্রেসিডেন্ট জেইম জামোরার পরে রাজনীতিতে আসেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে পড়াশোনা করার পর পাজ বলিভিয়ায় ফিরে আসেন। পরে তিনি দক্ষিণাঞ্চলীয় শহর তারিজার সিটি কাউন্সিলর এবং মেয়র হন, এবং ২০২০ সালে এ অঞ্চলের সিনেটর হন।

তিনি ‘সবার জন্য পুঁজিবাদ’ পদ্ধতির প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া কর হ্রাস, শুল্ক হ্রাস এবং জাতীয় সরকারের বিকেন্দ্রীকরণেরও প্রতিশ্রুতি দিয়েছেন।

তথ্যসূত্র : আল-জাজিরা

(ওএস/এএস/অক্টোবর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test