E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দীপাবলির পরেই বিপৎসীমা পেরোলো কলকাতার বায়ুদূষণ

২০২৫ অক্টোবর ২২ ২৩:৩৭:৫২
দীপাবলির পরেই বিপৎসীমা পেরোলো কলকাতার বায়ুদূষণ

আন্তর্জাতিক ডেস্ক : আলোর উৎসব দীপাবলিতে কলকাতাজুড়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার আস্তরণ। দীপাবলির রাত বাড়তেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বাড়তে থাকে শব্দ দানবের তাণ্ডব। তার সঙ্গে বাতাসে ছড়ায় আতশবাজির বিষাক্ত বিষ।

কলকাতায় সাধারণত বায়ুদূষণের মাত্রা ০ থেকে ৫০ মধ্যে থাকলে সেটাকে ভালো বলা হয়। আবার ৫১ থেকে ১০০ মধ্যে থাকলে তা সন্তোষজনক। কিন্তু চলতি বছরের কালীপূজা ও দীপাবলিতে সেই সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, শহরের মূল চারটি কেন্দ্রে খারাপ হয়েছে বায়ুমান। এর মধ্যে নিউ টাউনে ২৩৮, ভিক্টোরয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় ১৩৪, সল্টলেকে ১২১ এবং যাদবপুরে একিউআই সূচক দাঁড়িয়েছে ১০২-এ। অর্থাৎ বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে খারাপ নিউ টাউনে। এর পাশাপাশি কলকাতার মহেশতলা পৌরসভার অঞ্চলে ১১৩, বালিগঞ্জ বিড়লা মন্দিরে ১০১ ও বেহালা বিবেকানন্দ কলেজে এলাকায় দূষণমাত্রা ছিল ১০৪।

কলকাতার পার্শ্ববর্তী শহর অঞ্চলগুলো মধ্যে কামারহাটি পৌরসভায় ১১৫ ও ব্যারাকপুর চিড়িয়া মোড়ে দূষণমাত্রা দাঁড়ায় ১২৩-এ।

যদিও কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার দাবি, কলকাতার দূষণচিত্র ভারতের অন্যান্য মেট্রো শহরের তুলনায় অনেক কম। এবার শব্দবাজিও কম ফেটেছে।

তবে পরিবেশবিদ আলোক মুখোপাধ্যায় বলেছেন, অন্যান্য শহরের তুলনা টেনে কলকাতার পারফরম্যান্স যদি ভালো দেখাতে হয়, তাহলে তা ব্যর্থতা ছাড়া আর কি? শহরের বাতাসে বিষ মাত্রা ছাড়াচ্ছে, এটাই যথেষ্ট। ভারতের বেশ কয়েকটি রাজ্য থেকে পিছিয়ে রয়েছি মানেই আমরা ভালো এ ধারণা নেহাতই আত্মতুষ্টি ছাড়া কিছুই না।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test