E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৪৩ বছর ক্ষমতায়, ফের ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া

২০২৫ অক্টোবর ২৮ ১৫:৩৪:৪০
৪৩ বছর ক্ষমতায়, ফের ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া

আন্তর্জাতিক ডেস্ক : অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৯২ বছর বয়সী পল বিয়া। জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ায় তিনি বিশ্বের দীর্ঘমেয়াদি এবং সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধানের মর্যাদা অর্জন করলেন। পল বিয়া ১৯৮২ সালে ক্ষমতায় আসেন এবং গত ৪৩ বছর ধরে দেশটির রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করছেন।

১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সোমবার (২৭ অক্টোবর) প্রকাশিত হয়। দেশটির সাংবিধানিক কাউন্সিল আনুষ্ঠানিকভাবে পল বিয়ার নাম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে।

সাংবিধানিক কাউন্সিলের সভাপতি ক্লেমেন্ট আতাঙ্গানা প্রেসিডেন্টের নাম ঘোষণা করেন। তিনি বলেন, প্রার্থী পল বিয়াকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো।

সাংবিধানিক পরিষদের তথ্য অনুযায়ী, পল বিয়া নির্বাচনে ৫৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। প্রধান বিরোধী প্রার্থী ইসা চিরোমা ৩৫ দশমিক ১৯ শতাংশ ভোট পেয়েছেন।

এই বছর পলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসা চিরোমা বাকারি। আগে তিনি পল বিয়ার দলের একজন মুখপাত্র ছিলেন, তবে বছরের শুরুতে মতবিরোধের কারণে দল ছাড়েন এবং তার বিপরীতে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। এই প্রচারণায় তিনি বড় জনসমাগম ও বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলোর সমর্থন পান।

তবে নির্বাচনের আগে দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর দুয়ালায় রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। গতকাল রোববার (২৬ অক্টোবর) নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

ফলাফল প্রকাশের আগে ইসা চিরোমা দাবি করেন, তিনি ৫৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তথ্যসূত্র : আল জাজিরা

(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test