E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নাসার প্রধান হিসেবে মাস্কের ঘনিষ্ঠ আইজ্যাকম্যানকে মনোনয়ন ট্রাম্পের

২০২৫ নভেম্বর ০৬ ১৪:৩২:৫৩
নাসার প্রধান হিসেবে মাস্কের ঘনিষ্ঠ আইজ্যাকম্যানকে মনোনয়ন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ধনকুবের উদ্যোক্তা ও বেসরকারি মহাকাশচারী জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনীত করেছেন। এর মাধ্যমে তিনি আবারও ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগীকে মার্কিন মহাকাশ সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিলেন।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প এই মনোনয়নের ঘোষণা দেন। ইলন মাস্কের সঙ্গে তিক্ত বিরোধের কারণে প্রেসিডেন্ট ছয় মাস আগে নাসার নেতৃত্ব দেওয়ার জন্য আইজ্যাকম্যানের প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার করার পর এই ঘোষণা এলো।

যদি সিনেট কর্তৃক তার মনোনয়ন নিশ্চিত করা হয়, তবে আইজ্যাকম্যান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে কর্মরত পরিবহন সচিব শন ডাফির স্থলাভিষিক্ত হবেন।

ট্রাম্প তার পোস্টে বলেছেন, ‘জ্যারেডের মহাকাশের প্রতি আগ্রহ, মহাকাশচারী হিসেবে অভিজ্ঞতা এবং অনুসন্ধানের সীমানা ঠেলে দেওয়া, মহাবিশ্বের রহস্য উন্মোচন করা এবং নতুন মহাকাশ অর্থনীতির অগ্রগতিতে তার নিষ্ঠা তাকে নাসার নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শভাবে উপযুক্ত করে তুলেছে।’

ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ অভ্যন্তরীণ নীতির মেগা-বিল নিয়ে মাস্ক এবং ট্রাম্পের মধ্যে মতবিরোধ শুরু হওয়ার ঠিক ছয় মাস আগে, গত মে মাসে নাসার প্রধান হিসেবে আইজ্যাকম্যানের মনোনয়ন বাতিল করা হয়েছিল।

হোয়াইট হাউস সেই সময় আইজ্যাকম্যানের ডেমোক্র্যাটদের প্রতি পূর্বের সমর্থনকে কারণ হিসেবে দেখালেও, এই পদক্ষেপটি ব্যাপকভাবে মাস্ককে অপমান করার একটি উপায় হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল।

ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার, মাস্ক এক্সে ট্রাম্পের আইজ্যাকম্যানের পুনঃমনোনয়নের ঘোষণার একটি স্ক্রিনশটের ওপর একটি হৃদয়, রকেট এবং মার্কিন পতাকার ইমোজি পোস্ট করেন।

ব্যয় কমানোর ‘ডিপার্টমেন্ট অব গভর্মেন্ট এফিসিয়েন্সি’ এর প্রধান থাকার সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক ট্রাম্পের প্রায় অবিচ্ছেদ্য অংশ ছিলেন। কিন্তু ট্রাম্প-নেতৃত্বাধীন বাজেটের অধীনে সরকারি ব্যয়ের পরিকল্পনা নিয়ে পরে তাদের মধ্যে তিক্ত বিরোধ হয়।

জানা যায়, আইজ্যাকম্যানকে নাসার শীর্ষ পদের জন্য সরাসরি প্রেসিডেন্টের কাছে তদবির করেছিলেন মাস্ক, যা সম্ভাব্য স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলেছিল।

একজন দক্ষ পাইলট আইজ্যাকম্যান, ২০২২ সালের সেপ্টেম্বরে স্পেসএক্সের পোলারিস ডন মিশনের সময় প্রথম বেসরকারি নাগরিক হিসেবে মহাকাশে হেঁটে ইতিহাস তৈরি করেছিলেন।

৪২ বছর বয়সী শিফট৪ পেমেন্টসের প্রতিষ্ঠাতা এবং সিইও আইজ্যাকম্যান মাস্কের স্পেসএক্স রকেটে একাধিক বেসরকারি মহাকাশ মিশনে উড়েছেন এবং কম্পানিটির মহাকাশ অনুসন্ধানের লক্ষ্যগুলোর জন্য একজন প্রধান গ্রাহক ও সমর্থক।

যদিও এই নিয়োগের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন।

তথ্যসূত্র : এএফপি

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test