E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফিলিপাইনে আঘাত হানছে ‘সুপার টাইফুন’ ফাং ওয়াং

২০২৫ নভেম্বর ০৯ ১৬:৩৬:৩৮
ফিলিপাইনে আঘাত হানছে ‘সুপার টাইফুন’ ফাং ওয়াং

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের বৃহত্তম দ্বীপের দিকে ধেয়ে আসা ঝড় ফাং ওয়াংকে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। অঞ্চলটিতে এরই মধ্যে প্রাণহাণির মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, টাইফুন ফাং ওয়াং রোববার কয়েকটি এলাকায় ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১৫৫মাইল) গতির বাতাস ও প্রবল বৃষ্টিপাত নিয়ে আঘাত করবে।

রবিবার সকালে ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় বিকল অঞ্চল প্রথম সরাসরি এ ঝড়ের আঘাতে পড়ে। রাতের মধ্যে দেশটির প্রধান জনবহুল অঞ্চল লুজোন ঝড়ের প্রভাবের মধ্যে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

টাইফুন ফাং ওয়াং–যা স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত –এর আগের ঝড় কালমায়েগির কয়েকদিন পরেই এসেছে, যার ধ্বংসযজ্ঞে প্রায় ২০০ জন মানুষের মৃত্যু হয়েছিল।

ঝড় আসার আগেই কয়েকটি স্কুল সোমবারের ক্লাস বাতিল করেছে অথবা অনলাইনে স্থানান্তর করেছে। ফিলিপাইন এয়ারলাইন্সও বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।

ফাংওয়াং স্থলভাগে আঘাত হানার পর দ্রুত দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হলেও, এটি লুজোন অতিক্রম করার সময়ও টাইফুন হিসেবেই থাকবে।

পাগাসার এক কর্মকর্তা শনিবার সন্ধ্যার ব্রিফিংয়ে জানান, ফিলিপিন্সের পূর্বাঞ্চলে এরই মধ্যে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া শুরু হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test