ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : বিবিসি প্যানারোমার এক তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বিকৃতভাবে সম্পাদনার মাধ্যমে দর্শকদের বিভ্রান্ত করা নিয়ে সমালোচনার পর পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টারনেস।
পাঁচ বছর ধরে এ পদে থাকা ডেভি সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক ও পক্ষপাতিত্বের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছিলেন।
দ্য টেলিগ্রাফ সোমবার বিবিসির ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমো প্রকাশ করেছে, যাতে দেখা যায় প্যানারোমা প্রোগ্রামটিতে ট্রাম্পের বক্তৃতার দুইটি অংশ একত্রে এমনভাবে সম্পাদনা করা হয়েছিলো, যাতে মনে হয় তিনিই ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গাকে উসকে দিয়েছিলেন।
যুক্তরাজ্যের রাজনীতিকরা আশা করেছেন যে, এ পদত্যাগের ফলে পরিবর্তনের সূচনা হবে। ট্রাম্পও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
একই দিনে বিবিসির মহাপরিচালক ও হেড অব বিবিসি নিউজের পদত্যাগের ঘটনা নজিরবিহীন।
রোববার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে ডেভি বলেছেন, অন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো বিবিসিও নিখুঁত না, কিন্তু আমাদের অবশ্যই সবসময় উন্মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। বিবিসি নিউজকে ঘিরে চলমান বিতর্ক আমার এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, কিন্তু পদত্যাগের এটিই একমাত্র কারণ নয়। সার্বিকভাবে বিবিসি ভালো করছে, তবে কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে আমাকেই এর দায়িত্ব নিতে হবে।
ওদিকে, টারনেস তার বিবৃতিতে বলেছেন প্যানারোমা বিতর্ক ‘এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি বিবিসির ক্ষতি করছে’।
তিনি বলেন, পাবলিক লাইফের নেতাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হয় এবং সেকারণেই আমি পদত্যাগ করছি। যদিও কিছু ভুল হয়েছে কিন্তু আমি এটি পরিষ্কার করতে চাই যে বিবিসি প্রতিষ্ঠান হিসেবে পক্ষপাতমূলক বলে যে অভিযোগ উঠেছে তা ভুল।
টারনেস গত তিন বছর ধরে নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছিলেন।
এদিকে, টেলিগ্রাফ বিবিসির যে অভ্যন্তরীণ মেমো প্রকাশ করেছে তাও উদ্বেগ তৈরি করেছে যে, বিবিসির আরবি বিভাগে ইসরায়েল-গাজা যুদ্ধের কাভারেজ নিয়ে পক্ষপাতিত্বের যে 'পদ্ধতিগত সমস্যা'র কথা বলা হয়েছে তা সমাধানে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি।
ওয়াশিংটন ডিসিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প তার বক্তৃতায় বলেছিলেন, আমরা ক্যাপিটল হিলের দিকে যাবো এবং আমরা আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ জোগাবো।
যদিও প্যানারোমায় সম্পাদনার পর তাকে বলতে শোনা গেছে: "আমরা ক্যাপিটল হিলের দিকে যাবো...এবং আমি আপনাদের সঙ্গে থাকবো। আমরা লড়বো। আমরা প্রাণপণ লড়াই করবো"।
যে দুই অংশকে একসঙ্গে জোড়া দেওয়া হয়েছিলো, যেগুলো মূলত ৫০ মিনিটের ব্যবধানে ছিলো।
ফাঁস হওয়া মেমোর কারণে বিবিসির সমালোচনা শুরু হয়। হোয়াইট হাউজ সংস্থাটিকে শতভাগ ভুয়া সংবাদ বলে বর্ণনা করেছে।
রোববার বিবিসির প্রধান দুই নির্বাহীর পদত্যাগের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, বিবিসির শীর্ষ ব্যক্তিরা পদত্যাগ করেছেন কিংবা বরখাস্ত হয়েছেন, "কারণ তারা ৬ জানুয়ারি আমার দেওয়া একটি ভালো বক্তব্য বিকৃত করেছে। এরা খুবই অসৎ মানুষ যারা প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। এটা গণতন্ত্রের জন্য কতটা ভয়াবহ বিষয়!
সোমবার বিবিসির চেয়ারম্যান সামির শাহ যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিটির সামনে বক্তব্য দেওয়ার কথা, যেখানে তিনি বক্তব্যটি যেভাবে সম্পাদনা হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।
পদত্যাগের বিষয়ে শাহ বলেছেন, এটা বিবিসির জন্য একটি দুঃখের দিন এবং ডেভির প্রতি তার মেয়াদের আমার ও বোর্ডের পূর্ণ সমর্থন ছিল।
তিনি বলেন: যদিও আমি তার ওপর থাকা ব্যক্তিগত ও পেশাগত ক্রমবর্ধমান চাপের বিষয়টি বুঝতে পারছিলাম, যা তাকে আজ এ সিদ্ধান্তের দিকে নিয়ে গেছে। পুরো বোর্ড এ সিদ্ধান্তকে এবং এই সিদ্ধান্ত নেওয়ার কারণকে সম্মান করে।
ফাঁস হওয়া মেমোটি লিখেছেন মাইকেল প্রেসকট।
তিনি সম্প্রচার প্রতিষ্ঠানটির এডিটরিয়াল স্ট্যান্ডার্ড কমিটির সাবেক একজন স্বাধীন এক্সটারনাল এডভাইজর ছিলেন। গত জুনে তিনি এ পদ ছেড়ে দেন।
মেমোতে তিনি বিবিসির ট্রান্স বিষয়ক কাভারেজ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, এর কাভারেজ প্রো-ট্রান্স এজেন্ডাকে প্রোমোট করে এমন বিশেষজ্ঞ এলজিবিটি রিপোর্টারদের দিয়ে 'সেন্সর' করা হয়েছিলো।
তার ফাঁস করা মেমো বলছে যে, এসব ইস্যু যখন সামনে আসে তখন বিবিসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি যাতে তিনি হতাশা বোধ করেছিলেন।
এদিকে, চলতি বছরের শুরুতে বিবিসি নিউজ চ্যানেলে প্রেজেন্টার মার্টিন ক্রোক্সাল লাইভ সংবাদ পাঠের সময় যেভাবে স্ক্রিপ্ট পরিবর্তন করেছিলেন, তা নিয়ে ওঠা ২০টি পক্ষপাতের অভিযোগ বিবিসি মেনে নিয়েছে। ওই স্ক্রিপ্টে 'গর্ভবতীদের' কথা উল্লেখ ছিলো।
এছাড়া সাম্প্রতিক সময়ে গাজা বিষয়ে করা একটি তথ্যচিত্রে হামাস কর্মকর্তার ছেলের বিষয়টি প্রকাশ না করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলো বিবিসি।
কিছু মিডিয়া বিশ্লেষক সাম্প্রতিক বিতর্কগুলো বিবিসি যেভাবে মোকাবিলা করেছে তার সমালোচনা করেছেন।
বিবিসি টিভি নিউজের সাবেক প্রধান রজার মোসি বলেছেন সবশেষ অভিযোগগুলোর বিষয়ে বিবিসি ধীরগতিতে পদক্ষেপ নিয়েছে।
বিবিসি বোর্ড এর চার্টারের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মহাপরিচালক নিয়োগ করে থাকে।
ডেভি ২০২০ সালে লর্ড হল এর স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার আগে তিনি বিবিসি স্টুডিওর প্রধান ছিলেন। তারও আগে তিনি পেপসি অ্যান্ড প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের মার্কেটিং এক্সিকিউটিভ ছিলেন।
ওদিকে টারনেস এর আগে সংবাদ সংস্থা আইটিএন ও এনবিসি নিউজ ইন্টারন্যাশনালে নেতৃত্ব দিয়েছেন।
তথ্যসূত্র : বিবিসি
(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক
- ‘নতুন রূপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে’
- একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
- ‘ভদ্ররা চুপ হয়ে যায়, অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই’
- ‘৫ ব্যাংকের শেয়ার শূন্য, গভর্নরের সিদ্ধান্ত চূড়ান্ত নয়’
- দ্বিতীয় দফায় টেস্টের নেতৃত্বে ফেরার কারণ জানালেন শান্ত
- লতিফ সিদ্দিকীর জামিন বহাল
- ‘একাত্তরের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত’
- বাংলাদেশকে ২৫ মিলিয়ন ক্রোন সহায়তার ঘোষণা ডেনমার্কের
- মহম্মদপুরের ইছামতি বিল-ফসল, মাছ আর পদ্মফুলে সাজানো প্রকৃতির অপার সৌন্দর্য
- পদ্মার চরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫৮
- ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ
- যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নামে মামলা
- কয়েকদিনের ব্যবধানে ফরিদপুর শহরে জেলা আ. লীগের দু'টি মিছিল
- গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
- আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো
- ‘আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক’
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- ধামরাইয়ে সাবেক এমপি সুলতানার নেতৃত্বে বিশাল মিছিল
- সাতক্ষীরা- ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর গণসংযোগ
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে: শামা ওবায়েদ
- মেয়ের জন্মকে স্মরনীয় করে রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার
- মোংলা-খুলনা মহাসড়ক চার লেনের দাবিতে এনসিপির মানববন্ধন
- বাগেরহাটে বাসচাপায় শিশুর মৃত্যু
- নির্বাচন পর্যবেক্ষণে সর্বদলীয় সমর্থন চাইছে কমনওয়েলথ
- যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নামে মামলা
- ফোবানার নতুন সভাপতি বেলাল, নির্বাহী সচিব রউফ
- ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাদ্রিদে
- মহম্মদপুরের ইছামতি বিল-ফসল, মাছ আর পদ্মফুলে সাজানো প্রকৃতির অপার সৌন্দর্য
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নিমে নিরাময় হয় যে সব রোগের
- বাংলাদেশকে ২৫ মিলিয়ন ক্রোন সহায়তার ঘোষণা ডেনমার্কের
- ‘একাত্তরের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত’
- ‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’
- নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
- জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায়
- নড়াইলের হাটবাজারে পাকা তালের সমারোহ, তবে দাম বেশি
- হাজারো মানুষের তারুণ্যের জাগরণ ‘অনন্যা’
- কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
- আবারো রগ কেটে হত্যার রাজনীতি শুরু হয়েছে : মোমিন মেহেদী
- উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
- দ্বিতীয় দফায় টেস্টের নেতৃত্বে ফেরার কারণ জানালেন শান্ত
- ‘ভারত নোংরা খেলা খেলতে পারে, দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান’
- মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
-1.gif)








