E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাম্পের শান্তি প্রস্তাবে রাজি ইউক্রেন

২০২৫ নভেম্বর ২৫ ২৩:১৮:২৯
ট্রাম্পের শান্তি প্রস্তাবে রাজি ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তিতে যুক্ত হতে রাজি হয়েছে ইউক্রেন, এমন মন্তব্য করেছেন এক মার্কিন কর্মকর্তা। তার মতে, বর্তমানে কেবল ‘ক্ষুদ্র কিছু বিষয়’ বাকি রয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এখনো অনেক কাজ বাকি আছে।

মার্কিন পক্ষের ওই কর্মকর্তা জানিয়েছেন, আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের প্রস্তাব নিয়ে বৈঠক করা হয়েছিল। সেখানে ইউক্রেন কর্তৃপক্ষ শান্তি চুক্তিতে সম্মত হয়েছেন। যদিও পুরো বিষয়টি চূড়ান্ত করতে গেলে কিছু ছোট ইস্যু সমাধান করতে হবে।

মার্কিন কর্মকর্তা এ বক্তব্য দেন এমন সময়, আবুধাবিতে ওই বৈঠকে উপস্থিত থাকা ইউক্রেনীয় প্রতিনিধিরা তাদের প্রকাশ্য অবস্থান থেকে এক ধাপ এগিয়ে গেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। খবর পাওয়া গেছে, ইউক্রেনীয় প্রতিনিধিদল ইউএস সেক্রেটারি ড্যান ড্রিসকলের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সচিব রুস্তেম উমেরভ এক্সে একটি পোস্টে জানান, জেনেভায় আলোচিত চুক্তির ‘মূল শর্তগুলো’ নিয়ে দুই পক্ষ ইতিমধ্যে ঐকমত্যে পৌঁছেছে। তিনি লেখেন, এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউরোপীয় অংশীদারদের সমর্থনের প্রত্যাশা রয়েছে। চূড়ান্ত চুক্তি করতে এবং প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের সঙ্গে শান্তি চুক্তি ঘোষণা করতে আমরা জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছি।

অন্যদিকে, জেলেনস্কিও এক্সে মন্তব্য করেছেন যে, জেনেভায় বৈঠকগুলোর পর ‘শান্তির পথে বাস্তব অগ্রগতির অনেক সম্ভাবনা’ দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, দৃঢ় কিছু ফল পাওয়া গেছে, কিন্তু সামনে এখনো অনেক কাজ বাকি।

মার্কিন সেক্রেটারি ড্যান ড্রিসকলের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেফ টলবার্ট বলেন, আবুধাবিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া প্রতিনিধিদলের আলোচনাগুলো ইতিবাচকভাবে এগিয়ে চলেছে এবং তারা আশাবাদী।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test