E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা

২০২৫ ডিসেম্বর ০৭ ১৭:৩৩:০৩
৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্ত এলাকা একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।

স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩১ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর–পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স শহর থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত করে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

ন্যাচারাল রিসোর্সেস কানাডার সিসমোলজিস্ট অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশটি ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সেটি পাহাড়ি এবং সেখানে জনবসতি খুব কম।

তিনি বলেন, অনেকে তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার তথ্য জানালেও আমাদের মনে হচ্ছে না যে কোনো স্থাপনার কাঠামোগত ক্ষতির ঘটনা ঘটেছে।

(ওএস/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test