E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্ববাজারে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড

২০২৫ ডিসেম্বর ২২ ১৩:১৮:৩৮
বিশ্ববাজারে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে সোনার দাম সোমবার (২২ নভেম্বর) সর্বোচ্চ রেকর্ড হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জোরালো সম্ভাবনায় সোনার দামে এই বৃদ্ধি দেখা গেছে।

সোমবার বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ব্যাপারে ক্রমশ আশাবাদী হয়ে উঠছেন।

গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুসারে, মার্কিন শ্রমবাজারের দুর্বলতা এবং মুদ্রাস্ফীতি হ্রাসের ফলে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি আরও সহজ করার সুযোগ দেওয়া হয়েছে।

ভূ-রাজনীতি, বাণিজ্য উত্তেজনা, আগামী বছর সুদের হার কমার সম্ভাবনাসহ কারণে চলতি বছর সোনার দাম ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত অক্টোবরের শেষের দিকে সোনার দামে বড় পতন দেখা দেয়। সে সময় সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১৩০.৪০ ডলারে নেমে আসে। যা করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন।

(ওএস/এএস/ডিসেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test