E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রোসাটম টেকনিক্যাল একাডেমিতে বিদেশি পারমাণবিক বিশেষজ্ঞদের জন্য ইন্টার্নশিপ

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:০২:৪৪
রোসাটম টেকনিক্যাল একাডেমিতে বিদেশি পারমাণবিক বিশেষজ্ঞদের জন্য ইন্টার্নশিপ

বিশেষ সংবাদদাতা : রোসাটম টেকনিক্যাল একাডেমি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি পারমাণবিক প্রযুক্তি ক্ষেত্রে তরুণ বিদেশি বিশেষজ্ঞদের জন্য একটি ইন্টার্নশিপ কর্মসূচির আয়োজন করে। ‘ইন্টে-রাশিয়া (InteRussia)’ শীর্ষক এই ইন্টার্নশিপটি আয়োজনে সহায়তা করে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। বলিভিয়া, ইথিওপিয়া, ভারত, কাজাখস্তান, উজবেকিস্তানসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন বলে রসাটমের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রশিক্ষণের লক্ষ্য ছিল রাশিয়ার পারমাণবিক প্রযুক্তি এবং জ্বালানি, চিকিৎসা, কৃষি ও শিল্প খাতে সেগুলোর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অংশগ্রহণকারীদের সামগ্রিক ধারণা প্রদান করা।

অংশগ্রহণকারীরা পারমাণবিক খাতে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় অবস্থান নির্ধারণের মৌলিক নীতিমালা সম্পর্কে অবগত হন, কার্যকর জ্বালানি পরিকল্পনার জন্য আধুনিক পদ্ধতি ও উপকরণ সম্পর্কে ধারণা লাভ করেন। বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর (SMR) সংক্রান্ত প্রযুক্তিগত সমাধান ও পরিচালন সম্পর্কেও ধারণা দেয়া হয়। টেকসই উন্নয়ন ল্ক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে বিদ্যুৎ ছাড়াও অন্যন্য ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব পায় এই প্রোগ্রামে।

ইন্টার্নশিপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সরেজমিনে কারিগরি পরিদর্শনের মাধ্যমে রাশিয়ার পারমাণবিক শিল্পের ব্যাপকতা প্রত্য করার সুযোগ। অংশগ্রহণকারীরা জেনারেশন ৩+ ভিভিইআর-১২০০ (VVER-১২০০) রিঅ্যাক্টরসমৃদ্ধ লেনিনগ্রাদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন, ওবনিন্স্কে অবস্থিত বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখেন এবং এ. এফ. সিব মেডিক্যাল রেডিওলজিক্যাল রিসার্চ সেন্টারে ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তি ও বিকিরনের সর্বোত্তম ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেন।

প্রশিক্ষণের শেষ পর্বে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের ওপর প্রতিবেদন প্রস্তুত ও উপস্থাপন করেন। তারা তাদের দেশে পারমাণবিক খাতের বর্তমান অবস্থা বিশ্লেষণ করেন এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনাময় ত্রেগুলো তুলে ধরেন। পাশাপাশি, ইন্টার্নশিপ থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান কীভাবে বাস্তবে প্রয়োগ করবেন, সে বিষয়েও তারা তাদের পরিকল্পনা শেয়ার করেন।

রোসাটম টেকনিক্যাল একাডেমির নিউকিয়ার এডুকেশন ট্রান্সফার প্রকল্প অফিসের প্রধান ইরিনা সার্কিসিয়ান বলেন, ‘ট্রেন-দ্য-ট্রেইনার্স’ এমন একটি কাঠামো, যা আমাদের পারমাণবিক শিক্ষার হস্তান্তরকে বাস্তবিক অর্থেই উপস্থাপনের সুযোগ করে দেয়। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শুধু সর্বোত্তম চর্চার সঙ্গে পরিচিতই হন না, বরং নিজেদের জাতীয় অগ্রাধিকারের আলোকে সেগুলো নতুনভাবে মূল্যায়ন করেন। এর ফলে এমন একটি পেশাদার কমিউনিটি গড়ে উঠছে, যারা স্বাধীনভাবে শিক্ষামূলক সমাধান দিতে প্রস্তুত এবং পারমাণবিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে সক্ষম।

উল্লেখ্য, বাংলাদেশের অনেক তরুণ পারমাণবিক বিশেষজ্ঞ ইতোপূর্বে রোসাটম টেকনিক্যাল একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন যাদের অধিকাংশই বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আছেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test