E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রবিবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি

২০২৫ ডিসেম্বর ২৭ ১৩:২৩:২১
রবিবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আগামী রবিবার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসানের জন্য আলোচনার মধ্যে তাদের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। খবর বিবিসির।

জেলেনস্কি বলেছেন, তিনি মার্কিন মধ্যস্থতায় প্রণীত শান্তি পরিকল্পনা এবং মার্কিন নিরাপত্তা গ্যারান্টির জন্য পৃথক প্রস্তাবের ওপর মনোনিবেশ করতে চান। তবে এক ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা বলেছেন, জেলেনস্কি এবং ট্রাম্পের সাক্ষাতের পরিকল্পনা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার চেয়ে ভিন্ন।

ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাব সম্পর্কে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।শনিবার রাতে রাশিয়ার নতুন বিমান হামলায় কিয়েভ অঞ্চলে কমপক্ষে একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানীতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের মেজর ভিটালি ক্লিটসকো বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণ প্রতিহত করছে। শহরের বাসিন্দাদের আশ্রয়স্থলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। তারপর থেকে দুপক্ষের মধ্যে সংঘাত এখনো চলছেই।

মস্কো বর্তমানে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫শতাংশ এবং পার্শ্ববর্তী লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এই অঞ্চলগুলো সম্মিলিতভাবে ডনবাস নামে পরিচিত।

এদিকে ইউক্রেন একটি শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যারান্টি পেতে চেয়েছে এবং জেলেনস্কি পরামর্শ দিয়েছেন যে, ডনবাসের যেসব এলাকা রাশিয়া বলপ্রয়োগ করে দখল করতে ব্যর্থ হয়েছে সেখানে একটি নিরস্ত্রীকৃত ‌‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ হতে পারে একটি সম্ভাব্য বিকল্প।

শুক্রবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ২০-দফা পরিকল্পনার ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আমাদের কাজ হলো সবকিছু শতভাগ প্রস্তুত করার বিষয়টি নিশ্চিত করা।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন: আমরা একটি দিনও হারাতে চাই না। আমরা নিকট ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে একটি বৈঠকে একমত হয়েছি। নতুন বছরের আগে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test