E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাদির খুনিকে ধরিয়ে দিতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

২০২৫ ডিসেম্বর ৩১ ১৬:৫৬:৫১
হাদির খুনিকে ধরিয়ে দিতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)। সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে। এই পরিস্থিতিতে হত্যাকারীদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার এবং প্রত্যর্পণে সহায়ক নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৫৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন আরও দাবি করেন, এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে মিল রয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এই পুরস্কার ঘোষণার মূল লক্ষ্য হলো জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও প্রত্যর্পণের প্রক্রিয়ায় কার্যকর সহায়তা প্রদান করা।

(ওএস/এএস/ডিসেম্বর ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test