E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

স্ত্রীকে মারধর করতেন পুতিন

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১২:১০:৪৫
স্ত্রীকে মারধর করতেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত বদমেজাজী। তিনি স্ত্রী ল্যুদমিলাকে মারধর করতেন। এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ।

খবরে প্রকাশ, তার প্রাক্তন স্ত্রী ল্যুদমিলা পুতিনার সঙ্গে প্রায়ই ঝগড়ায় জড়িয়ে পড়তেন ভ্লাদিমির। এর জেরে অনেক সময় ল্যুদমিলাকে শারীরিক নিগ্রহ করতেও ছাড়তেন না তিনি। ২০১১ সালে জার্মান গুপ্তচর সংস্থা বিএনডি প্রকাশিত এক রিপোর্টের উপর ভিত্তি করেই এ খবর প্রকাশ করে টেলিগ্রাফ।

রিপোর্টে অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে রুশ গুপ্তচর সংস্থা কেজিবি’র শীর্ষ কর্তা হিসেবে কর্মরত পুতিন বিবাহিত জীবনের শুরু থেকেই স্ত্রী ল্যুদমিলাকে মারধর করতেন।

আর এ লোকটির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, ১৯৮৫ থেকে ১৯৯০ কেজিবিতে কর্মরত অবস্থায় তিনি তীব্র আলস্যে আক্রান্ত হন। সেই সঙ্গে অতিরিক্ত মদ্যপানে অভ্যস্ত ছিলেন তিনি। এমনকি নেশাগ্রস্ত অবস্থায় নারীদের সঙ্গে অশালীন আচরণও করতেন পুতিন।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test