E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মধ্যযুগীয় পাণ্ডুলিপিতে ভূতের ছবি

২০১৫ এপ্রিল ০২ ১৭:০৫:৫৫
মধ্যযুগীয় পাণ্ডুলিপিতে ভূতের ছবি

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৮০০ বছরের পুরোনো একটি পাণ্ডুলিপির পাতায় ওটা কার ছবি? ওয়েলশ ভাষায় লেখা 'দ্য ব্ল্যাক বুক অফ কারমারদেন' বইয়ের পাতায় আঁকা যে ২টি ছবি অতিবেগুনি রশ্মির আলোয় স্পষ্ট হয়ে উঠেছে, সেগুলি আসলে ভূতের ছবি বলে মনে করছেন একদল গবেষক৷

ওয়েলশ ভাষায় লেখা প্রাচীনতম পাণ্ডুলিপির নিদর্শন এটিই, এমনটাই মনে করেন বর্তমান গবেষকরা৷ এই পাণ্ডুলিপিই ইংল্যান্ডের বিখ্যাত রাজা আর্থারের কীর্তিকাহিনির আদিতম বর্ণনা বলে মনে করা হয়৷ তবে, গবেষকরা এটাও জানেন যে পাণ্ডুলিপিটির বেশ কয়েকটি পাতায় মার্জিনের পাশে পাশে বহু 'নোট' লেখা ছিল৷ সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য সেই নোটগুলি মুছে গিয়েছে৷

কী লেখাছিল পাতার পাশে 'নোট' হিসেবে? তা জানতেই ১২৫০ খ্রিস্টাব্দে লেখা এই পাণ্ডুলিপি নিয়ে গবেষণা শুরু করেছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাংলো স্যাক্সন, নর্স ও কেল্টিক বিভাগের অধ্যাপক-গবেষক পল রাসেল ও ছাত্রী মিরিয়া উইলিয়ামস৷ মার্জিনের পাশের মুছে যাওয়া লেখাগুলি ভালো করে পড়তে অতিবেগুনি আলোর সাহায্য নিয়েছিলেন তারা৷ তাতেই দেখা গেল ২টি অতিপ্রাকৃত মুখে ছবি৷ দর্শকের দিকে ক্রুর চোখে তাকিয়ে আছে তারা৷ ২ গবেষক বলছেন, এই ছবি ২টি আসলে ভূতের ছবি৷ তবে, এই বইয়ের পাতায় কেন সেগুলি আঁকা হয়েছিল তার উত্তর মেলেনি এখনও৷

(ওএস/এটিআর/এপ্রিল ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test