E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আত্মহত্যা নিয়ে গবেষণা করেছিলেন লুবিৎজ

২০১৫ এপ্রিল ০৩ ১২:২৬:৪৪
আত্মহত্যা নিয়ে গবেষণা করেছিলেন লুবিৎজ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত জার্মানউইংসের এ৩২০ বিমানের উপ-পাইলট আন্দ্রিয়াস লুবিৎজ আত্মহত্যার পদ্ধতি এবং ককপিটের দরজার নিরাপত্তা নিয়ে গবেষণা করেছিলেন। বৃহস্পতিবার জার্মান কৌঁসুলিদের পক্ষ থেকে এ কথা জানানো হয়। গত ২৪ মার্চ বিমানটি বিধ্বস্ত হয়।

 

বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

কৌঁসুলিদের পক্ষ থেকে বলা হয়, লুবিৎজের ডুসেলডোর্ফের বাড়ি থেকে পাওয়া ট্যাবলেট কম্পিউটারের ইন্টারনেট তথ্য ঘেঁটে তার ‘আত্মহত্যা করার পদ্ধতি’ এবং ‘ককপিটের দরজার নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে গবেষণা করার আলামত পাওয়া গেছে। লুবিৎজ বিমানটি বিধ্বস্ত করার আগের সপ্তাহে ইন্টারনেট থেকে এ ব্যাপারে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

লুবিৎজ ডাক্তারি চিকিৎসা পদ্ধতি নিয়ে চিন্তিত ছিলেন। পাশাপাশি কিভাবে আত্মহত্যা করা যায় এবং এজন্য কী কী পদ্ধতি অবলম্বন করা যায় তা নিয়েও ভেবেছিলেন। এছাড়াও ককপিটের দরজা এবং এর নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি অন্তত পুরো ১দিন ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করেছিলেন বলে জানান কৌঁসুলিদের মুখপাত্র রাল্ফ হেরেনব্রুয়েক।

লুবিৎজ কী লিখে ইন্টারনেট সার্চ করেছিলেন কৌঁসুলিরা তা না জানালেও তার ব্যক্তিগত মেইল ও অন্যান্য লেখা থেকে উপসংহার টেনে তারা বলছেন, লুবিৎজ ১৬ থেকে ২৩ মার্চ পর্যন্ত ওই কাজ করেছেন।

এদিকে বৃহস্পতিবার বিধ্বস্ত বিমানটির দ্বিতীয় ফ্লাইট রেকর্ডারের (ব্লাক বক্স) সন্ধান পাওয়া গেছে। ফ্লাইট রেকর্ডারের তথ্য মতে, বিধ্বস্ত বিমানটির ১৫০ আরোহীর কেউ জীবিত নেই। লুবিৎজ ইচ্ছা করেই বিমানটি ধ্বংস করেন বলে ধারণা তদন্তকারীদের।

(ওএস/এটিআর/এপ্রিল ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test