E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ইরানের ঐতিহাসিক সমঝোতাকে ওবামার অভিনন্দন

২০১৫ এপ্রিল ০৩ ১২:৩২:১১
ইরানের ঐতিহাসিক সমঝোতাকে ওবামার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাথে পরমাণু চুক্তিতে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছানোর জন্য ৬ জাতিগোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

 

আল জাজিরা ও বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

ঐতিহাসিক সমঝোতাকে স্বাগত জানিয়ে ওবামা বলেন, এতে ৩ মাসের মধ্যে চূড়ান্ত চুক্তি করার পথ তৈরি হয়েছে। ১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইরান এবং ৬ জাতিগোষ্ঠী।

হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে দেয়া বিবৃতিতে ওবামা বলেন, বহু বছর ধরে নিবিড় কূটনৈতিক পথ অনুসরণ করে চূড়ান্ত পরমাণু চুক্তির রূপরেখা তৈরি করা গেছে এবং এটি একটি ভাল চুক্তি।

অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী সব শর্ত ইরান পালন করেছে এ কথাও স্বীকার করেন ওবামা। তিনি বলেন, নজিরবিহীন পরিদর্শনের মাধ্যমে পারস্পরিক সমঝোতা তৈরি হয়েছে। এ ছাড়া তিনি বিশ্বাস করেন, যে রূপরেখা তৈরি হয়েছে তার মাধ্যমে চূড়ান্ত পরমাণু চুক্তি করা সম্ভব হবে। ওবামা মনে করেন, এ চুক্তি মাধ্যমে আমেরিকা, আমেরিকা মিত্ররা এবং বিশ্ব নিরাপদ হবে। এ ছাড়া এর মাধ্যমে আমেরিকার মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলেও জানান তিনি।

দীর্ঘ দিন ধরে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির প্রয়োজনীয় হয়ে উঠেছিল উল্লেখ করে ওবামা বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান গত কয়েক দশক ধরে পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছিল।

চূড়ান্ত চুক্তির পথে বাধা সৃষ্টি করতে পারে এমন যে কোনো পদক্ষেপ গ্রহণের বিষয়ে মার্কিন কংগ্রেসকে হুশিয়ার করে দিয়ে ওবামা বলেন, এ রকম কিছু ঘটলে পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার সব দায় আমেরিকাকেই নিতে হবে।

প্রসঙ্গত, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তির জন্য গত ২ বছরের বেশি সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করেছে জার্মানি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া, ফ্রান্স এবং চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী। চূড়ান্ত পরমাণু চুক্তির রূপরেখা অনুযায়ী পরমাণু কর্মসূচির বিষয়ে তেহরানকে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। বিনিময়ে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

(ওএস/এটিআর/এপ্রিল ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test