E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কেনিয়ায় আল-শাবাব বিরোধী শোভাযাত্রা

২০১৫ এপ্রিল ০৭ ১৮:১৪:৩৩
কেনিয়ায় আল-শাবাব বিরোধী শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার গারিসা শহরে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল-শাবাব বিরোধী শোভাযাত্রা করেছে ২ হাজার ৫০০ জন লোক। গত বৃহস্পতিবার স্থানীয় গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে এ শোভাযাত্রা করা হয়।

বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ওই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আল-শাবাবের বিরুদ্ধে এক হয়ে কাজ করার অঙ্গীকার করে।

এদিকে ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির জন্য দেশটির রাজধানী নাইরোবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্ররা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের হামলায় ১৪৮ জন নিহত হয়। যা কেনিয়ার ইতিহাসে একটি ভয়াবহ হামলা।

(ওএস/এটিআর/এপ্রিল ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test