E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মহারাষ্ট্রে মারাঠা ছবির সম্প্রচার বাধ্যতামূলক হচ্ছে

২০১৫ এপ্রিল ০৭ ২০:৩৭:২৮
মহারাষ্ট্রে মারাঠা ছবির সম্প্রচার বাধ্যতামূলক হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : গোমাংস খাওয়া নিষিদ্ধ করার পর আরও এক বিতর্কিত সিদ্ধান্ত নিতে যাচ্ছে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকার। এখন থেকে রাজ্যের সব মাল্টিপ্লেক্সে সন্ধ্যার শোতে (প্রাইম টাইম স্লটে) বাধ্যতামূলক ভাবে মারাঠি ছবি সম্প্রচার করার আইন চালু করতে চলেছে রাজ্য সরকার।

এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে।

মঙ্গলবার মহারাষ্ট্র বিধানসভায় রাজ্যের সংস্কৃতিমন্ত্রী বিনোদ তাওদে বলেন, ৬ টা থেকে ৯টার শোতে এখন থেকে প্রতি মাল্টিপ্লেক্স সিনেমা হলে অন্তত একটি স্ক্রিনে মারাঠি ছবি দেখাতে হবে। মারাঠি ভাষা, সংস্কৃতি ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভবন, কাঠামোগুলির রক্ষণাবেক্ষণের জন্য মারাঠি ছবি দেখানো বাধ্যতামূলক করার ভাবনার কথা জানান বিনোদ তাওদে। তাওদে বলেন, আইন তৈরির প্রক্রিয়াটি চলমান আছে।

পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার দাদাসাহেব ফালকের ওপর একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও বানাচ্ছে। জাতীয় সঙ্গীতের পর সেটি সব প্রেক্ষাগৃহে দেখানো হবে।এটাও বাধ্যতামূলক হচ্ছে। তাওদে বলেন, এর ফলে মানুষ জানতে পারবেন যে ভারতীয় সিনেমার ভিত গড়ে দিয়েছিলেন এক মারাঠিভাষী।

এদিকে বাধ্যতামূলক ভাবে মারাঠি ছবি দেখানোর সিদ্ধান্ত প্রসঙ্গে প্রবীণ লেখক শোভা দে বলেছেন, আগে সরকারের উচিত ছিল এ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে কথা বলা।

যেহেতু মুম্বাই দেশের অর্থনৈতিক রাজধানী, সেখানে মারাঠিভাষী ছাড়াও অন্যান্য ভাষার প্রচুর মানুষের বাস।তারা এই সিদ্ধান্তে কতটা খুশি হবেন, সেই প্রশ্ন উঠছে।

বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ বলেন, মুম্বাইবাসীর প্রথম পছন্দ হিন্দি ছবি। তাই তার সাথে মারাঠি ছবির প্রচার করা বেশ কঠিন হবে। তবে এক টুইটার বার্তায় রীতেশ নতুন নিয়মকে মেনে চলার আহবান জানান।

(ওএস/এটিআর/এপ্রিল ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test