E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ইয়েমেনে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিচ্ছে আল-কায়েদা

২০১৫ এপ্রিল ০৯ ১১:২২:৪০
ইয়েমেনে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিচ্ছে আল-কায়েদা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ইয়েমেনি শাখা একিউএপি। বুধবার এমন অভিযোগ করেছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। আগের দিন ইয়েমেনি আল-কায়েদার সৌদি আরব সীমান্তবর্তী একটি চেকপোস্ট দখলের খবরের পরিপ্রেক্ষিতে জাপান সফরে থাকা পেন্টাগন-প্রধান এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। সেই সঙ্গে ইয়েমেনি আল-কায়েদার বিরুদ্ধে আগে থেকেই চলমান গোপন ড্রোন হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এর আগে মঙ্গলবার সৌদি আরব নেতৃত্বাধীন হুথিবিরোধী সামরিক জোটকে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার ঘোষণা দেয় ওয়াশিংটন। রিয়াদে আমেরিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলকেন বলেন, এর মাধ্যমে হুথিদের কঠোর বার্তা দিচ্ছে ওয়াশিংটন।

আল-কায়েদার ইয়েমেন শাখা একিউএপি জঙ্গিরা মঙ্গলবার সৌদি আরব সীমান্তবর্তী মানওয়াখ এলাকায় একটি সামরিক পোস্ট দখল করে নেয়। এলাকাটি ইয়েমেনের রাজধানী সানা থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে তারা দুই সেনাকে হত্যা করে। এর মাত্র কয়েকদিন আগে আল-কায়েদা জঙ্গিরা মুকাল্লায় একটি সমুদ্রবন্দরে হামলা চালায়। সেখানে স্থানীয় কয়েকটি উপজাতীয় যোদ্ধারা শহর পুনর্দখলের চেষ্টা করলেও এখনো সেটি জঙ্গিদের কবলেই রয়েছে বলে জানান স্থানীয়রা।

ইয়েমেনি আল-কায়েদার এই তৎপরতার প্রতি ইঙ্গিত করে জাপান সফরে থাকা আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী কার্টার বুধবার টোকিওতে সাংবাদিকদের বলেন, ইয়েমেন পরিস্থিতির সুযোগ নিচ্ছে আল-কায়েদা। তিনি এ সময় বলেন, `আমরা দেখছি, তারা সেখানে অগ্রগতি অর্জন করছে, সরাসরি এলাকা দখলের তৎপরতায় নিয়োজিত হচ্ছে এবং যুদ্ধে অগ্রসর হচ্ছে।`

আমেরিকা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ইয়েমেনের স্বীকৃত সরকারের পতনের সুযোগ হুথিরাও নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আমেরিকা আল-কায়েদার এই হুমকি মোকাবেলা করবে বলেও অঙ্গীকার করেন কার্টার।

এর আগে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের কাছে অস্ত্র পাঠানোর কাজ ত্বরান্বিত করা হচ্ছে বলে ঘোষণা দেন আমেরিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলকেন। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরকালে এ ঘোষণা দেন বিলকেন।

বিলকেন আরও বলেন, সৌদি জোটের সঙ্গে গোয়েন্দা তথ্য জোগানোর কাজও বাড়ানো হয়েছে। তিনি বলেন, হৌথি বাহিনী ও তার মিত্রদের কঠোর বার্তা পাঠানোর জন্য এসব পদক্ষেপ নিয়েছে আমেরিকা। হুথিদের ইয়েমেনের ক্ষমতা দখল করতে আমেরিকা দেবে না বলেও ঘোষণা করেন তিনি।

(ওএস/পিবি/ এপ্রিল ০৯,২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test