E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ইতালির আদালতে বন্দুকধারীর গুলিতে নিহত ২

২০১৫ এপ্রিল ০৯ ১৮:৫১:১২
ইতালির আদালতে বন্দুকধারীর গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির মিলান শহরের আদালত কার্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে ২ ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার এ নিহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইতালির কর্মকর্তারা।

বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

মিলান আপিল বিভাগের বিচারক গিওভানী কানজিও বলেন, এক বন্দুকধারী কোর্ট রুমে প্রবেশকালে এলোপাতাড়ি গুলিচালালে ওই ২ ব্যক্তি নিহত হয়। বন্দুকধারী এখনও আদালত ভবনের মধ্যেই অবস্থান করছে বলে জানান কানজিও।

আদালত ভবনের এক কর্মকর্তা বলেন, নিহত ২ জনের মধ্যে একজন বিচারক রয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছে আরও একজন।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, আদালত ভবনে হামলা চালানো ওই বন্দুকধারীর নাম ক্লাডিও গিয়ারডিলো।

(ওএস/এটিআর/এপ্রিল ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test