E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০১৫ আগস্ট ০৫ ১৮:০৫:১৩
জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদি আরব থেকে সাগর চৌধুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, সৌদি সরকার বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেবে, এবং শীঘ্রই ওমরা হজ্বের ভিসা খুলে দেওয়া হবে। এ ব্যাপারে তার সাথে সৌদি কর্তৃপক্ষের আলোচনা হয়েছে বলে তিনি জানান ।

তিনি গত মঙ্গলবার রাতে জেদ্দায় বাংলাদেশ কমিউনিটি, জেদ্দা আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, দেশ আজ অনেক এগিয়ে গেছে । তিনি জাতীয় শোক দিবসের তাৎর্পয নিয়েও আলোকপাত করেন ।

জেদ্দার সিজান হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ও জেদ্দা কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম ।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এমএ কাসেম, ডাঃ এম জামান, ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, জেদ্দা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও জেদ্দা বঙ্গবন্ধু একাডেমীর নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন মার্শাল কবির পান্নু, শেখ শফিকুর, মনিরুজজামান (এম জামান) প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test