E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আফ্রিকান ইউনিয়ন থেকে বুর্কিনা ফাসো বহিষ্কৃত

২০১৫ সেপ্টেম্বর ১৯ ১৮:৫৫:৫৬
আফ্রিকান ইউনিয়ন থেকে বুর্কিনা ফাসো বহিষ্কৃত

আন্তর্জাতিক ডেস্ক : সেনা অভ্যুত্থানের ঘটনায় সদস্য দেশ বুর্কিনা ফাসোকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এছাড়াও প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে মুক্তি দিয়ে অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে না দিলে জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা অরোপের হুমকিও দিয়েছে সংস্থাটি।

আদ্দিস আবাবায় এইউ’র শান্তি ও নিরাপত্তা বিভাগের এক বৈঠকে শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এইউ’র সিদ্ধান্তে জান্তা সরকারকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবার জন্য। এই ৯৬ ঘণ্টার আলটিমেটাম না মানলে জান্তা সরকারের নেতাদের ওপর ভ্রমণের নিষেধাজ্ঞাসহ সম্পত্তি বাজেয়াপ্তের হুমকি দিয়েছে সংস্থাটি।

অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে অপহরণের সঙ্গে জড়িত প্রেসিডেন্ট গার্ড (আরএসপি) সেনাদেরকেও জবাবদিহি করা হবে বলে এক বিবৃতিতে আফ্রিকান ইউনিয়ন জানায়।

বুধবার বুর্কিনা ফাসোর অভিজাত প্রেসিডেন্সিয়াল গার্ড (আরএসপি) দেশটির প্রেসিডেন্ট মাইকেল কাফান্ডো ও প্রধানমন্ত্রী আইজ্যাক জিদাকে অপহরণ করে।

জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এ অভ্যুত্থান ঘোষণা করেন প্রভাবশালী প্রেসিডেন্সিয়াল গার্ডের নেতৃস্থানীয় লেফটেন্যান্ট কর্নেল মামাদৌ বাম্বা। সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল গিলবার্ট দিয়েনদাকে প্রধান করে জান্তা সরকার ঘোষণা করা হয়।

অপহৃত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনও তথ্য মিলছে না বলে সংশিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে জানায়। ১১ অক্টোবর দারিদ্র্যপীড়িত দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন সম্পন্ন করার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারও গঠিত হয়েছিল।

গত বছর গণঅভ্যুত্থানে কয়েক দশকের প্রেসিডেন্ট ব্লেজ কমপাওরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test