E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

অভিবাসীদের স্থানান্তরে কোটা পদ্ধতিতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া মধ্য ইউরোপের

২০১৫ সেপ্টেম্বর ২৩ ১২:২৭:৩২
অভিবাসীদের স্থানান্তরে কোটা পদ্ধতিতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া মধ্য ইউরোপের

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে আসা প্রায় ১ লাখ ২০ হাজার অভিবাসীদের স্থানান্তর করার বিষয়ে ইইউ-র স্বরাষ্ট্রমন্ত্রীরা যে প্রস্তাব অনুমোদন করেছে, তাতে মধ্য ইউরোপের দেশগুলো ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

ঐ পরিকল্পনায় ইটালি, গ্রিস এবং হাঙ্গেরি থেকে অভিবাসীদের ইইউভূক্ত অন্যান্য দেশে স্থানান্তর করার কথা রয়েছে।

ইউরোপিয় ইউনিয়নের অধিকাংশ সদস্য দেশ অভিবাসীদের স্থানান্তরের পরিকল্পনার পক্ষে ভোট দিলেও চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়া ঐ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

ভোটদানের পর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেন, তিনি কোন ধরণের বাধ্যতামূলক কোটা বাস্তবায়ন করবেন না।

তবে হাঙ্গেরি বলেছে, তারা ইইউ-এর সিদ্ধান্তে অখুশি হলেও, এই সিদ্ধান্ত তারা মেনে নেবে।

ইইউ-র সিদ্ধান্তকে ভুল উল্লেখ করে চেক প্রেসিডেন্ট মিলোস জেমানও মন্তব্য করেন যে ভবিষ্যতে সবাই এটি বুঝতে পারবে।

বিবিসির ইউরোপ সংবাদদাতা ক্রিস মরিস বলছেন, জাতীয় সার্বভৌমত্ব জড়িত এমন একটি বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত না নিয়ে সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়াটা খুবই অস্বাভাবিক।

ইইউ পরিকল্পনার আওতায় অভিবাসীদের গ্রহণ করাটা স্বেচ্ছার ভিত্তিতে উল্লেখ করা হলেও দেশগুলোর এ বিষয়ে খুব বেশি সুযোগ দেয়া হবে না বলেই ধারণা করা হচ্ছে।

ইইউ আইনের অনুযায়ী কোন দেশ যদি অভিবাসন বিষয়ে কোন নীতি পালনে অসম্মত হয় তবে তারা ইউরোপিয় কাউন্সিলে এ নিয়ে আবেদন জানানোর অধিকার রাখে।

আগামী বুধবার ইউরোপিয় ইউনিয়নের নেতৃবৃন্দের বৈঠকে পরিকল্পনাটি অনুসমর্থনের জন্য উত্থাপন করা হবে।

এদিকে ব্রিটেন বলছে, আগামী পাঁচ বছরে তারা যে ২০ হাজার সিরিয় শরণার্থীকে স্থান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের প্রথম দলটি দেশটিতে এসে পৌঁছেছে।

সূত্র: বিবিসি বাংলা

(ওএস/এলপিবি/সেপ্টেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test