E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মিনায় ৫ বাংলাদেশি নিহত,আহত ২৫, নিখোঁজ জাহিদুল ও ন‍ূর জাহান

২০১৫ সেপ্টেম্বর ২৫ ১৮:৫১:২১
মিনায় ৫ বাংলাদেশি নিহত,আহত ২৫, নিখোঁজ জাহিদুল ও ন‍ূর জাহান

আন্তর্জাতিক ডেস্ক :বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে পদদলিত হয়ে ৭১৯ জন হাজির মৃত্যু ও  ৮৬৩ জন আহতদের মধ্যে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

সৌদি আরবের মিনায় যাওয়ার পরে এখনও নিখোঁজ রয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া ১১১ নম্বর মক্তবের হাজি নূর জাহান।তার পাসপোর্ট নম্বর এজি ২০৫৬০৫২ এবং হাজি নম্বর ০৩৬৩২৫৩।নূর জাহান বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ চর হোগলা এলাকার শফিক আলমের স্ত্রী।

ন‍ূর জাহান

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অন্যান্য হাজিদের সঙ্গে মিনায় যাওয়ার পথে ন‍ূর জাহান বিচ্ছিন্ন হয়ে পড়েন। এসময় তিনি বাংলাদেশে ফোন করে তার ছেলের সঙ্গে কথাও বলেন।

রাসেল তাকে মক্কায় ফিরে কোনো হোটেলে ওঠার পরামর্শ দিলে নূর জাহান জানান, তার মতো আরও এক নারী পথ হারিয়ে ফেলেছেন। কিছুক্ষণ অপেক্ষা করে যেতে না পারলে হোটেলে উঠবেন, আশ্বাস দেন নূর জাহান। এরপর দুপুরে রাসেলের মোবাইল ফোনে একটি এসএমএস আসে তার মাকে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ জাহিদুল

মিনায় পদদলিতের ঘটনায় মো. জাহিদুল ইসলাম ভুঁইয়া (৪০) নামে এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।


মো. জাহিদুল ইসলাম ভুঁইয়ার নিখোঁজ হওয়ার বিষয়টি বাংলানিউজকে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন তার ইতালি প্রবাসী ভাই রাইসুল ইসলাম ভুঁইয়া (মিলন)।

মো. জাহিদুল ইসলামের পাসপোর্ট নম্বর- বিএ০৯৮৫০৪৭। তিনি রাজধানীর বাসাবো এলাকার বাসিন্দা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবার খাড়েরা গ্রামে।

রাইসুল জানান, তার দুই ভাই এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। তারা হলেন- মো. জাহিদুল ইসলাম ভুঁইয়া ও খাইরুল ইসলাম ভুঁইয়া (৩৮)।

পদদলিতের ঘটনায় খাইরুল ইসলাম সামান্য আহত হয়েছেন জানিয়ে রাইসুল বলেন, তিনি এখন মক্কায় অবস্থান করছেন। কিছু আগে তার সঙ্গে কথা হয়েছে।

তিনি আরও জানান, খাইরুল ইসলাম তাকে জানিয়েছেন, মিনায় হুড়োহুড়ি শুরু হওয়ার কিছু আগে নিখোঁজ জাহিদুল তাকে বলেছিলেন, তার খুব ক্লান্ত লাগছে। তিনি আর পারছেন না। এর কিছু পরই জাহিদুল খাইরুলের পেছনে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

রাইসুল জানান, পদদলিতের ঘটনায় সামান্য আহত হওয়ায় মিনার একটি হাসপাতালে খাইরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

(ওএস/এসসি/সেপ্টেম্বর২৫,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test