E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ক্যামেরনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

২০১৬ এপ্রিল ১০ ১০:১৭:০৪
ক্যামেরনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত ঘটনা পানামা পেপার্স ফাঁস। হবেই বা না কেন? ওই পেপার্স ফাঁসের পর বিশ্বের ক্ষমতাধরদের ভিত যে নড়ে গেছে। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী, তারকাসহ অনেকেই বিপাকে পড়েছেন। এদের সবার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে এরা কর ফাঁকি দিয়েছেন এবং নিজেদের সম্পদের পরিমাণ গোপন করেছেন। এই তালিকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুনেরও নাম রয়েছে।

বাবা ইয়ান ক্যামেরনের অফশোর ট্রাস্টের শেয়ারের মালিকানা পাওয়ার কথা স্বীকার করে বেশ চাপের মধ্যে আছেন ক্যামেরন। এ ঘটনায় তাঁর পদত্যাগ দাবি করেছেন লেবার পার্টির এমপি জন মান। তার প্রতি সমর্থন জানিয়েছেন লিবারেল ডেমোক্রেট দলের নেতা টিম ফ্যারোন। একই সঙ্গে সরকারের অন্য মন্ত্রীদের আয়কর রিটার্ন প্রকাশ করার আহ্বান জানিয়েছেন লেবার দলের এমপিরা।

ক্যামেরনের পদত্যাগের দাবিতে প্রায় দুই হাজার বিক্ষোভকারী ডাউনিং স্ট্রিট অভিমুখে মার্চ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।

চাপের মুখে অফশোর একাউন্টের মাধ্যমে ৩০ হাজার ব্রিটিশ পাউন্ড লাভের কথা স্বীকার করার পর ক্যামরনের বিরুদ্ধে অভিযোগ উঠে। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী লন্ডনের হোয়াইটহলে সমবেত হয়ে দাবি তোলেন ক্যামেরনকে এখনই পদত্যাগ করতে হবে।

প্রথমদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফশোর মালিকানার কথা অস্বীকার করা হলেও পরবর্তীতে নিজের শেয়ার থাকার কথা স্বীকার করেন ক্যামেরন। আর তারপর থেকেই এ নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে। আর বিরোধী দলের এমপিরাতো ক্যামেরনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test