E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কেরালায় মন্দিরে অগ্নিকাণ্ড : নিহতের সংখ্যা বেড়ে ১০৬

২০১৬ এপ্রিল ১০ ১৭:২৮:৪৭
কেরালায় মন্দিরে অগ্নিকাণ্ড : নিহতের সংখ্যা বেড়ে ১০৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের কোল্লামে একটি মন্দিরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। আহতের সংখ্যা ৩৫০ জনের বেশি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের আপডেট নিউজে এ তথ্য জানানো হয়েছে। তবে ভারতের কিছু কিছু গণমাধ্যমে বলা হয়েছে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

শনিবার দিবাগত রাতে মন্দিরে ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাজি ফোটানোর সময় অগ্নিস্ফূলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কোল্লামের পারাবুর এলাকার পুত্তিঙ্গাল দেবী মন্দিরে ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাড়ি পোড়ানো হচ্ছিল। এ সময় অগ্নিস্ফূলিঙ্গ আতশবাজির স্তূপে এসে পড়লে আগুন ছড়িয়ে পড়ে।

রোববার সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া সবশেষ খবর অনুযায়ী ১০৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহতদের থিরুবানাথাপুরাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কেরালার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। এ ছাড়া তিনি ঘোষণা দিয়েছেন, জনপ্রতি নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের পরিবারপ্রতি ২ লাখ রুপি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী সংবাদমাধ্যমগুলোকে বলেন, ‘প্রতিবছরই মন্দিরে উৎসব উপলক্ষে আতশবাজি পোড়ানো হয়। আটকে পড়াদের উদ্ধারে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তা ছাড়া কেরালার স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে তারা প্রতিবেদন জনা দেবেন।

এদিকে কেরালায় মন্দিরে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্ন স্পেশালিষ্টদের একটি দল নিয়ে তিনি কেরালায় পুত্তিঙ্গাল দেবী মন্দিরে পৌঁছেছেন। নিহতদের পরিবারপ্রতি ২ লাখ রুপি এবং আহতদের পরিবারপ্রতি ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি।

অন্যদিকে এ ঘটনায় সমবেদনা জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। তবে তারা অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে বিচার দাবি করেছে। এ ছাড়া কোল্লাম পুলিশ আতশবাজির কারখানার দুই ঠিকাদারের বাড়িতে অভিযান চালিয়েছে। এ ঘটনার জন্য দায়ী সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শোকের রাজ্যে পরিণত হয়েছে কেরালা। পবিত্র মন্দিরে মানুষের প্রাণহানির খবর অনেক বেশি সংবেদনশীল। মাতম চলছে স্বজনহারা পরিবারগুলোতে।

(এমআর/অ/এপ্রিল ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test