E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাবেক থাই প্রধানমন্ত্রী বানহরন শিল্পার জীবনাবসান

২০১৬ এপ্রিল ২৩ ১১:১৭:০০
সাবেক থাই প্রধানমন্ত্রী বানহরন শিল্পার জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক :থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বিলুপ্ত থাই ন্যাশন পার্টির নেতা বানহরন শিল্পা আর্চা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। আজ শনিবার দেশটির সিরিরাজ নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার অসুস্থজনিত কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

প্রবীণ এ রাজনীতিবিদ ১৯৯৫ থেকে ৯৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন তিনি। ১৯৯৪ সালে তিনি বিলুপ্ত থাই ন্যাশন পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন। ২০০৮ সালে দেশটির আদালত বানহরনের দলকে বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় রাজনীতি থেকে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

(ওএস/এস/এপ্রিল২৩,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test