E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে এক হয়ে কাজ করাই লক্ষ্য

২০১৬ মে ০৭ ১২:০৫:৩২
সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে এক হয়ে কাজ করাই লক্ষ্য

নিউজ ডেস্ক :যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নানকে হত্যার পর দেশে নিরাপত্তার অবস্থা নিয়ে আলোচনা করতে তিন দিনের সফরে বাংলাদেশে এসে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করার বিষয়ে জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

সফর শেষে আজ শনিবার দেশে ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিশা লিখেছেন, সমস্যাগুলো মোকাবিলায় দুই দেশের লক্ষ্য একই। এখন এক হয়ে কাজ করতে হবে। মানুষের অধিকার যেন খর্ব না হয়, মৌলিক স্বাধীনতা যেন বজায় থাকে সে বিষয়ে জোর দিতে হবে। গুপ্তহত্যা এবং সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আরও তৎপর হতে হবে।

তিনি বলেছেন, বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণের বৈচিত্র্য রয়েছে, এটিকে গুরুত্ব দিয়ে সুন্দরভাবে কাজ করা সম্ভব। এই সফর ফলপ্রসূ হয়েছে, আশা করছি উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদ দমনে অগ্রসর হয়ে কাজ করা যাবে। জানা যায়, সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ইতিমধ্যে জঙ্গিবাদ মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্র সরকারকে উপস্থাপন করবেন নিশা। তিনি শুক্রবার ভোরে ঢাকা ত্যাগ করেছেন।

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test