E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কানাডার দাবানল অন্য প্রদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা

২০১৬ মে ০৮ ১০:১৮:৩৩
কানাডার দাবানল অন্য প্রদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :কানাডার অ্যালবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমারে শহরে ছড়িয়ে পড়া দাবানল ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, প্রতিবেশী প্রদেশ সাস্কাটচেওয়ানে এই দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

গরম, শুকনো আর বাতাসপ্রবণ অবস্থার কারণে হাজার চেষ্টা করেও শত শত দমকলকর্মী দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।

দাবানলের কারণে কানাডার ওয়েল সিটি বা তেলের শহর বলে পরিচিত ফোর্ট ম্যাকমারে থেকে ইতোমধ্যেই অন্তত ৮০ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে।

এই শহরের উত্তরে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে। তবে, কানাডার স্থানীয় সময় শনিবার শেষ হবার আগেই আটকা পরা অধিবাসীদের স্থানান্তর করতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।


একদিকে প্রচণ্ড তাপমাত্রা আর অন্যদিকে ঘন্টায় প্রায় ২৫ মাইল বেগে বইছে বাতাস।

এই অবস্থায়, ঘন বনসমৃদ্ধ এলাকায় আগুন আরো দ্বিগুণ হয়ে উঠার আশঙ্কা করা হচ্ছে।

ক’দিন ধরে জ্বলতে থাকা দাবানলে ইতোমধ্যেই পনেরোশো স্কয়ার কিলোমিটার এলাকা জ্বলছে, যা আয়তনে প্রায় লন্ডন শহরের সমান।

রবিবারে ও সোমবারে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, যদি তা হয়, তাহলে হয়তো বনের আরো গহীনে আগুন ছড়িয়ে পড়ার গতি খানিকটা কমবে হবে বলে আশা করা হচ্ছে।


(ওএস/এস/মে০৮,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test