E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিচারের মুখোমুখি হচ্ছেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান

২০১৬ মে ১২ ১৭:০৭:১৫
বিচারের মুখোমুখি হচ্ছেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া পরিচালনার পক্ষে ভোট দিয়েছে দেশটির সিনেট। ফলে বিচারের মুখে পড়তে হচ্ছে ব্রাজিলের রাষ্ট্রপ্রধানকে। বিচারকালীন তিনি দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করতে পারবেন না।

বিবিসি জানিয়েছে, সিনেটের অধিবেশনে দিলমা রুসেফকে বরখাস্ত করার পক্ষে ভোট পড়েছে ৫৫টি। আর রুসেফের পক্ষে ভোট দিয়েছেন ২২ জন সিনেটর। অধিবেশনটির স্থায়িত্ব ছিল ২০ ঘণ্টারও বেশি।

২০১৪ সালে দিলমা রুসেফ নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের বিষয়টি গোপন করেছিলেন বলে অভিযোগ তার বিরোধীদের। অর্থঘাটতি লুকাতে অর্থপ্রবাহে অবৈধভাবে প্রভাব খাটিয়েছিলেন বলেও অভিযোগ তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ স্বীকার করেননি রুসেফ।

রুসেফের বিচার চলাকালীন সময়ে ব্রাজিলের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির বর্তমান ভাইস-প্রেসিডেন্ট মাইকেল টেমার।

বিচার প্রক্রিয়ার স্থায়িত্ব ১৮০ দিন পর্যন্ত হতে পারে। অর্থাৎ বিশ্বে সবচেয়ে বড় খেলাধুলার আসর অলিম্পিক গেমসের এবারের আয়োজক দেশ ব্রাজিল হলেও সে সময়ে রুসেফ বরখাস্ত থাকতে পারেন। এবারের রিও অলিম্পিকের আসর বসছে আগামী ৫ আগস্ট থেকে।

অভিশংসন প্রক্রিয়া থামানোর শেষ চেষ্টা হিসেবে রুসেফ ব্রাজিলের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেও তার আবেদন প্রত্যাখ্যান করেন আদালত।

রুসেফ বরখাস্ত হওয়ায় ব্রাজিলে তার দল ওয়ার্কার্স পার্টির টানা ১৩ বছরের ক্ষমতা সাময়িক সময়ের জন্য বিরতি পড়তে যাচ্ছে।

(ওএস/এএস/মে ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test