E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ইইউ গণভোটের পর ব্রিটেনে বর্ণবাদী সহিংসতা

২০১৬ জুন ২৯ ১১:৫৭:০৭
ইইউ গণভোটের পর ব্রিটেনে বর্ণবাদী সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে ‘কোনো ধরনের বিশৃঙ্খলা’ সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে অনুষ্ঠিত গণভোটের পর দেশের বিভিন্নস্থানে বর্ণবাদী সহিংসতার ঘটনা ঘটে।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সোমবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হুঁশিয়ারি জানিয়ে এ বিবৃতি দেওয়া হলো। এ ঘটনায় একইদিন লন্ডন শহরে পুলিশ বাহিনী নামিয়ে দিয়েছে শহরটির মেয়র।

ভোট অনুষ্ঠানের এক সপ্তাহ যেতে না যেতে প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে সতর্ক করে বলা হয়েছে, কোনো ধরনের অসহনীয় কার্যকলাপ, অভিবাসীদের ভয় দেখিয়ে বা নিজ দেশে চলে যেতে বাধ্য করলে সরকার সেটি মেনে নেবে না। এদিকে এ ঘটনায় সারা লন্ডনের নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যদের মাঠে নামিয়ে দিয়েছে মেয়র সাদিক খান। তিনি বলেন, তার শহরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস। আর এ মিশ্র বৈচিত্র্যময় শহরকে রক্ষার দায়িত্ব আমার ওপরই বর্তায়।

আমি ইতোমধ্যেই পুলিশকে বলে দিয়েছি, কোনো ধরনের জঘন্যতম অপরাধের ঘটনা ঘটলে তার ওপর অধিক নজরদারি রাখতে এবং লন্ডনে বসবাসকারীদের একত্রে থাকারও পরামর্শ দিয়েছি। তাছাড়া সভা, সমাবেশ শহরের বাইরে অনুষ্ঠানের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলেন তিনি। জাতীয় পুলিশ কাউন্সিলের প্রধান মার্ক হ্যামিলটন বলেছেন, প্রতিবেদনের ভিত্তিতে আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি এবং দেশের বিভিন্নস্থানে সংঘটিত ঘটনার পরিস্থিতি সম্পর্কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি।

এর আগে লন্ডনে অবস্থানরত পোলিশ নাগরিক ও অন্যান্য পূর্বাঞ্চলীয় ইউরোপীয় জনগণের ওপর সহিংসতা চালানো ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সেখানে অবস্থিত পোলিশ দূতাবাস। গত শনিবার হান্টিংটনের কাছে পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজে ‘ইইউ ছাড়, আর কোনো পোলিশ কীটের (জনগণ) দেশে জায়গা নেই’ বলে কার্ড পোস্ট করা হয়। পশ্চিম লন্ডনে হ্যামারস্মিথে পোলিশ সম্প্রদায়ের ওপর বর্ণবাদী হামলা চালানো হয়। ফার রাইট ওয়াচ নামের বর্ণবাদবিরোধী একটি গ্রুপের সদস্য জন ও’কোনেল বলেছেন, গত তিনদিনে আমরা ৯০ টির বেশি ঘটনা লিপিবদ্ধ করেছি। এ সময় লোকজনের ‘মৌখিক থেকে শারীরিক’ সব ধরনের নির্যাতন চালানো হয়।
(ইডি/বিএইচ২৯জুন২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test