E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সংসদ ও জনগণ চাইলে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনা হবে: এরদোয়ান
 

২০১৬ আগস্ট ০৮ ১১:৪১:১৭
সংসদ ও জনগণ চাইলে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনা হবে: এরদোয়ান 

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের সংসদ অনুমোদন দিলে ও জনগণ চাইলে দেশটিতে আবারো মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় তিনি এই ঘোষণা দেন।
 

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে গত মাসে যে অভ্যুত্থানের চেষ্টা হয় তার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইউরোপে বা ইউরোপীয় কাউন্সিলে মৃত্যুদণ্ড নেই। কিন্তু আমেরিকায় এটি আছে। জাপান, চীনসহ পৃথিবীর অধিকাংশ দেশে এটি আছে। সুতরাং তুরস্কের মানুষও এটি পেতে পারে। এছাড়া আগেও ১৯৮৪ সাল পর্যন্ত এটি আমাদের ছিল। আর সার্বভৌমত্বের মালিক জনগণ। ফলে, জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে রাজনৈতিক দল সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করবে।


এরদোয়ানের সমর্থকরা ছাড়াও ধর্মীয় নেতাদের অনেকেই এবং দেশটির অন্তত তিনটি বিরোধী দলের সমর্থকরাও এই সমাবেশে যোগ দিয়েছেন।

এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামিক বোদ্ধা ফেতুল্লাহ গুলেনসহ তার সকল সমর্থকদেরকে তিনি তুরস্ক থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেবেন।

গত মাসের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার জন্য গুলেনকে দায়ী মনে করে তুরস্ক সরকার।

তুরস্কের অভ্যুত্থান চেষ্টার পর গুলেনের হাজার হাজার সমর্থক চাকরি হারিয়েছেন ও কারাবরণ করেছেন। ১৫ জুলাইয়ের ঐ ব্যর্থ অভ্যুত্থানে প্রায় ২৭০ জন নিহত হয়।








(ওএস/এস/আগস্ট০৮,২০১৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test