E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তুষারধস ও ঝড়ে আফগান-পাকিস্তান সীমান্তে শতাধিক মৃত্যু

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১১:১৭:৫৩
তুষারধস ও ঝড়ে আফগান-পাকিস্তান সীমান্তে শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান ও আফগানিস্তানে ভারী তুষারপাত ও তুষারধসে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। এরমধ্যে সবচেয়ে মারণাত্মক দুর্ঘটনাটি হয়েছে আফগান-পাকিস্তান সীমান্তের নুরিস্তানে ৪৫ জন নিহত হয়েছে তুষারধসে।

সেখানে পুরো দুটি গ্রাম তুষারের নিচে চাপা পড়েছে বলে জানিয়েছে এক আফগান মুখপাত্র। এছাড়া পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষারধসে নিহত হয়েছে ১৩ জন যার মধ্যে ৯ জন নিহত হয়েছে চিত্রল শহরে। অসংখ্য বাড়িঘর তুষারধসে ধ্বংস হয়েছে এবং মানুষ ঠাণ্ডায় জমে গিয়ে মৃত্যুবরণ করেছে।

ভয়াবহ তুষারপাতে আফগানিস্তানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। কাবুল-কান্দাহার হাইওয়ে থেকে ২৫০ আটকে পড়া যানবাহন উদ্ধার করেছে সেনারা। কর্মকর্তারা আরো তুষারধস ও তুষারঝড়ের আশঙ্কার কথা জানিয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছেন। বিবিসি।


(ওএস/এস/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test